ক্রীড়া ডেস্ক: বিপিএলের শুরু থেকেই দুর্বার রাজশাহীর অর্থ সংকটের বিষয়টি সামনে আসে। টুর্নামেন্টের মাঝখানে (গত মাসে) পারিশ্রমিক না পেয়ে চট্টগ্রামে অনুশীলনও বয়কট করেছিলেন দলটির ক্রিকেটাররা। এমনকি একটি ম্যাচ বয়কটও করেছেন বিদেশি তারকারা। গত শনিবার ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে দেয় খুলনা টাইগার্স।
এতে চলতি বিপিএলের আসর থেকে বাদ পড়ে রাজশাহী। দল যেহেতু বাদ পড়ে গেছে, তাই খুব স্বাভাবিকভাবেই রোববার ২ ফেব্রুয়ারি ২০২৫ দেশে ফিরে যাওয়ার কথা বিদেশি ক্রিকেটারদের। তবে রাজশাহী টাকা পরিশোধ না করায় হোটেলে আটকা পড়েছেন তারা। ক্রিকেটাররা রাজশাহীর মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন।
এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কি না অথবা তাদেরকে কখন পেমেন্ট প্রদান করা হবে, সে বিষয়েও কিছুই জানতে পারেননি তারা। পেমেন্ট না পেয়ে এখন দেশে ফেরা অনিশ্চিত বিদেশি ক্রিকেটারদের। দেশের বিমান ধরার অপেক্ষায় থাকা ক্রিকেটারা এখনো অবস্থান করছেন ঢাকাতেই। এসব ক্রিকেটারদের মধ্যে আছেন, মোহাম্মদ হারিস (পাকিস্তান), আফতাব আলম (আফগানিস্তান), মার্ক ডেয়াল (ওয়েস্ট ইন্ডিজ), রায়ান বার্ল (জিম্বাবুয়ে) এবং মিগুয়েল কামিন্স (ওয়েস্ট ইন্ডিজ)। প্রত্যেকেরই কিছু অংশ বকেয়া রয়ে গেছে। কাউকে কাউকে ২৫ শতাংশ অর্থ প্রদান করা হয়েছে।
আবার কাউকে এখন পর্যন্ত কোনো অর্থই দেওয়া হয়নি। এমনকি গত ১১ দিন দৈনিক ভাতাও পাননি তারা। গত শনিবার পারিশ্রমিক ইস্যুতে কথা বলেছেন ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ক্রিকেটারদের পেমেন্ট ঠিকমতো না দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি।