ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, সোমবার, ০৪ অগাস্ট ২০২৫

টাকা দিয়ে কেনা যায় না যা

  • আপডেট সময় : ১২:১২:০০ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২
  • ৯৮ বার পড়া হয়েছে

লাইফস্টাইল ডেস্ক : জীবনে অর্থের গুরুত্ব অপরিসীম। কথায় বলে, টাকা দিয়ে সবকিছুব কেনা যায়! অর্থ জীবনের বেশিরভাগ ক্ষেত্রেই সাহায্য করে। একজনের আর্থিক অবস্থা শিক্ষা ও ভালো চাকরির মতো অনেক সম্ভাবনাকে প্রসারিত করে। যদিও অর্থ জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, তবে অর্থ দিয়ে সবকিছুই হাতের মুঠোর পাওয়া যায় না। অনেক মূল্যবান জিনিস আছে যা টাকা দিয়েও কেনা যায় না। জেনে নিন তেমনই ৫টি জিনিস, যা বিত্তশালীরাও কিনতে পারেন না টাকার বিনিময়ে-
বন্ধু : বাফেলোর হার্ভার্ড বিজনেস স্কুল অ্যান্ড ইউনিভার্সিটির এক সমীক্ষা অনুসারে, যেসব মানুষেরা তাদের আর্থিক কৃতিত্বের উপর তাদের স্ব-মূল্যবোধ জাহির করেন তাদের বেশিরভাগই একাকিত্বে ভোগেন। এর প্রধান কারণ হলো ক্যারিয়ারের পেছনে ছুটতে ঠুটতে অনেকেই প্রিয়জনদের থেকে দূরে সরে যান। ফলে জীবনের এক সময়ে এসে তারা একাকিত্বে ভোগেন। আর তখন অর্থ থাকলেও প্রিয়জনকে পাশে পাওয়া যায় না কিংবা মনের দুঃখ-কষ্ট শেয়ার করার জন্যও বন্ধু মেলে না। অর্থাৎ টাকার বিনিময়ে কখনো কেউ বন্ধু কিনতে পারেন না।
সময় : আপনার কাছে প্রচুর টাকা থাকলে হয়তো আপনি ২৪ ঘণ্টাই খুশি থাকবেন। তবে দুঃখের বিষয় হলো, অর্থ দিয়ে আপনি কখনো অতিরিক্ত সময় কিনতে পারবেন না। আবার যে সময় পার হয়ে যাচ্ছে তা ও ফিরিয়ে আনতে পারবেন না। তাই সবারই উচিত সময়ের গুরুত্ব বোঝা ও এটিকে আরও ভালো উদ্দেশ্যে ব্যবহার করা।
অন্তরঙ্গতা : ঘনিষ্ঠতা হলো একটি স্নেহপূর্ণ অনুভূতি, যা শুধু মেলে প্রিয়জনের কাছ থেকেই। দাম্পত্য জীবনে অন্তরঙ্গতা থাকা খুবই জরুরি। তবে কোনো কারণে যদি সঙ্গী আপনাকে ছেড়ে চলে যান কিংবা জীবনে আর কোনো মনেরমতো সঙ্গী না পান সেক্ষেত্রে কিন্তু আপনি কখনো অর্থ দিয়ে ঘনিষ্ঠতার সুখ অর্জন করতে পারবেন না।
নৈতিকতা : নৈতিকতা মানুষের জীবনের দিকনির্দেশনা দেয় ও কোনটি ঠিক কিংবা ভুল সে ধারণা দিতে সহায়তা করে। এযাদের মধ্যে নৈতিকতা নেই তারা চাইলে টাকা দিয়েও তা কিনতে পারেন না।
মনের শান্তি : আপনি যতই বিত্তশালী হন না কেন, কখনো টাকার বিনিময়ে মনের শান্তি কিনতে পারবেন না। যদিও অর্থ বিলাসবহুল জীবনযাপনের নিরাপত্তা দেয়, তবে মনের শান্তি একান্তই নির্ভর করে নিজের উপর। সূত্র: বোল্ডস্কাই

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে কোনোদিনই বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দেবো না: মির্জা ফখরুল

টাকা দিয়ে কেনা যায় না যা

আপডেট সময় : ১২:১২:০০ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২

লাইফস্টাইল ডেস্ক : জীবনে অর্থের গুরুত্ব অপরিসীম। কথায় বলে, টাকা দিয়ে সবকিছুব কেনা যায়! অর্থ জীবনের বেশিরভাগ ক্ষেত্রেই সাহায্য করে। একজনের আর্থিক অবস্থা শিক্ষা ও ভালো চাকরির মতো অনেক সম্ভাবনাকে প্রসারিত করে। যদিও অর্থ জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, তবে অর্থ দিয়ে সবকিছুই হাতের মুঠোর পাওয়া যায় না। অনেক মূল্যবান জিনিস আছে যা টাকা দিয়েও কেনা যায় না। জেনে নিন তেমনই ৫টি জিনিস, যা বিত্তশালীরাও কিনতে পারেন না টাকার বিনিময়ে-
বন্ধু : বাফেলোর হার্ভার্ড বিজনেস স্কুল অ্যান্ড ইউনিভার্সিটির এক সমীক্ষা অনুসারে, যেসব মানুষেরা তাদের আর্থিক কৃতিত্বের উপর তাদের স্ব-মূল্যবোধ জাহির করেন তাদের বেশিরভাগই একাকিত্বে ভোগেন। এর প্রধান কারণ হলো ক্যারিয়ারের পেছনে ছুটতে ঠুটতে অনেকেই প্রিয়জনদের থেকে দূরে সরে যান। ফলে জীবনের এক সময়ে এসে তারা একাকিত্বে ভোগেন। আর তখন অর্থ থাকলেও প্রিয়জনকে পাশে পাওয়া যায় না কিংবা মনের দুঃখ-কষ্ট শেয়ার করার জন্যও বন্ধু মেলে না। অর্থাৎ টাকার বিনিময়ে কখনো কেউ বন্ধু কিনতে পারেন না।
সময় : আপনার কাছে প্রচুর টাকা থাকলে হয়তো আপনি ২৪ ঘণ্টাই খুশি থাকবেন। তবে দুঃখের বিষয় হলো, অর্থ দিয়ে আপনি কখনো অতিরিক্ত সময় কিনতে পারবেন না। আবার যে সময় পার হয়ে যাচ্ছে তা ও ফিরিয়ে আনতে পারবেন না। তাই সবারই উচিত সময়ের গুরুত্ব বোঝা ও এটিকে আরও ভালো উদ্দেশ্যে ব্যবহার করা।
অন্তরঙ্গতা : ঘনিষ্ঠতা হলো একটি স্নেহপূর্ণ অনুভূতি, যা শুধু মেলে প্রিয়জনের কাছ থেকেই। দাম্পত্য জীবনে অন্তরঙ্গতা থাকা খুবই জরুরি। তবে কোনো কারণে যদি সঙ্গী আপনাকে ছেড়ে চলে যান কিংবা জীবনে আর কোনো মনেরমতো সঙ্গী না পান সেক্ষেত্রে কিন্তু আপনি কখনো অর্থ দিয়ে ঘনিষ্ঠতার সুখ অর্জন করতে পারবেন না।
নৈতিকতা : নৈতিকতা মানুষের জীবনের দিকনির্দেশনা দেয় ও কোনটি ঠিক কিংবা ভুল সে ধারণা দিতে সহায়তা করে। এযাদের মধ্যে নৈতিকতা নেই তারা চাইলে টাকা দিয়েও তা কিনতে পারেন না।
মনের শান্তি : আপনি যতই বিত্তশালী হন না কেন, কখনো টাকার বিনিময়ে মনের শান্তি কিনতে পারবেন না। যদিও অর্থ বিলাসবহুল জীবনযাপনের নিরাপত্তা দেয়, তবে মনের শান্তি একান্তই নির্ভর করে নিজের উপর। সূত্র: বোল্ডস্কাই