ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫

টাকার জন্য আর কাজ করেন না অক্ষয়!

  • আপডেট সময় : ০২:৫৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
  • ৯১ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : এমন একটা সময় ছিলো প্রস্তাব পাওয়া মাত্রই ছবি করতে রাজি হয়ে যেতেন অক্ষয় কুমার। রুটি-রুজির জন্য ব্যাংকক, কলকাতা থেকে ঢাকায় কাজ করা অভিনেতার কাজে তখন কাজ মানেই টাকা। তাই চরিত্র কী, সহ অভিনেত্রী কে এসব নিয়ে ভাবার সময় নেই। যা পাও নিয়ে নাও। সেই অক্ষয় ২০১২-২০১৩ সাল থেকে বদলে যেতে থাকেন, ‘স্পেশাল ২৬’, ‘বেবি’, ‘এয়ারলিফট’-এর মতো ছবিতে দেখা যায় তাকে। ২০১৭ সালে এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন বাকি জীবনের জন্য যথেষ্ট সঞ্চয় হওয়ার পর থেকেই টাকার জন্য অভিনয় বন্ধ করে দিয়েছেন তিনি। তবে না চাইলে কী হবে টাকা তো তার কাছে আসেই। ২০১৭, ২০১৮ ও ২০১৯ এই তিন বছরে তিনিই বলিউডের একমাত্র অভিনেতা ছিলেন যার সব ছবিই ১০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে। গেল কয়েক বছর ফোর্বসের সবচেয়ে বেশি আয়করা অভিনেতার তালিকার সেরা দশেও থাকেন।
সেই অক্ষয় নতুন ছবি ‘বচ্চন পান্ডে’র প্রচারে এসে ফের বললেন, টাকার জন্য নয় প্যাশন থেকে কাজ করেন তিনি। অক্ষয় এখন নিয়ম করে বছরে চারটি ছবি করেন। ২০২৪ সাল পর্যন্ত তার সব ছবি চূড়ান্ত! একের পর এক ছবি করা প্রসঙ্গে প্রচারণায় অক্ষয় বলেন, ‘আমার কাছে সব আছে। ভাল ভাবে জীবন যাপন করি। যাঁরা কাজ করে অর্থ উপার্জন করতে চান, তাঁদের কী হবে? আমি অর্থের জন্য কাজ করি না। ভালবেসে কাজ করি। যে দিন আর আগ্রহ থাকবে না, সে দিন কাজ বন্ধ করে দেব।’ ইন্ডাস্ট্রিতে তিন দশক হয়ে গেলেও কাজেই তিনি খুশি, ‘আমার রোজ সকালে উঠে কাজে যেতে ভাল লাগে। রবিবার ছুটি নেই। একটানা কাজ করলে, হাতে অনেক কাজ থাকাটাই স্বাভাবিক। এই মহামারিতেও পুলিশ, সংবাদমাধ্যমের মানুষরা কাজ করে গিয়েছেন। সবাইকে অর্থ উপার্জন করতে হয়।’ আগামী সপ্তাহে মুক্তি পাবে তাঁর ‘বচ্চন পা-ে’। ছবিতে আছেন কৃতি শ্যানন, জ্যাকলিন ফার্নান্দেজ। এড়াও ‘রাম সেতু ‘পৃথ্বীরাজ’, ‘রক্ষা বন্ধন’এর মতো ছবিতেও দেখা যাবে তাঁকে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

টাকার জন্য আর কাজ করেন না অক্ষয়!

আপডেট সময় : ০২:৫৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২

বিনোদন ডেস্ক : এমন একটা সময় ছিলো প্রস্তাব পাওয়া মাত্রই ছবি করতে রাজি হয়ে যেতেন অক্ষয় কুমার। রুটি-রুজির জন্য ব্যাংকক, কলকাতা থেকে ঢাকায় কাজ করা অভিনেতার কাজে তখন কাজ মানেই টাকা। তাই চরিত্র কী, সহ অভিনেত্রী কে এসব নিয়ে ভাবার সময় নেই। যা পাও নিয়ে নাও। সেই অক্ষয় ২০১২-২০১৩ সাল থেকে বদলে যেতে থাকেন, ‘স্পেশাল ২৬’, ‘বেবি’, ‘এয়ারলিফট’-এর মতো ছবিতে দেখা যায় তাকে। ২০১৭ সালে এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন বাকি জীবনের জন্য যথেষ্ট সঞ্চয় হওয়ার পর থেকেই টাকার জন্য অভিনয় বন্ধ করে দিয়েছেন তিনি। তবে না চাইলে কী হবে টাকা তো তার কাছে আসেই। ২০১৭, ২০১৮ ও ২০১৯ এই তিন বছরে তিনিই বলিউডের একমাত্র অভিনেতা ছিলেন যার সব ছবিই ১০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে। গেল কয়েক বছর ফোর্বসের সবচেয়ে বেশি আয়করা অভিনেতার তালিকার সেরা দশেও থাকেন।
সেই অক্ষয় নতুন ছবি ‘বচ্চন পান্ডে’র প্রচারে এসে ফের বললেন, টাকার জন্য নয় প্যাশন থেকে কাজ করেন তিনি। অক্ষয় এখন নিয়ম করে বছরে চারটি ছবি করেন। ২০২৪ সাল পর্যন্ত তার সব ছবি চূড়ান্ত! একের পর এক ছবি করা প্রসঙ্গে প্রচারণায় অক্ষয় বলেন, ‘আমার কাছে সব আছে। ভাল ভাবে জীবন যাপন করি। যাঁরা কাজ করে অর্থ উপার্জন করতে চান, তাঁদের কী হবে? আমি অর্থের জন্য কাজ করি না। ভালবেসে কাজ করি। যে দিন আর আগ্রহ থাকবে না, সে দিন কাজ বন্ধ করে দেব।’ ইন্ডাস্ট্রিতে তিন দশক হয়ে গেলেও কাজেই তিনি খুশি, ‘আমার রোজ সকালে উঠে কাজে যেতে ভাল লাগে। রবিবার ছুটি নেই। একটানা কাজ করলে, হাতে অনেক কাজ থাকাটাই স্বাভাবিক। এই মহামারিতেও পুলিশ, সংবাদমাধ্যমের মানুষরা কাজ করে গিয়েছেন। সবাইকে অর্থ উপার্জন করতে হয়।’ আগামী সপ্তাহে মুক্তি পাবে তাঁর ‘বচ্চন পা-ে’। ছবিতে আছেন কৃতি শ্যানন, জ্যাকলিন ফার্নান্দেজ। এড়াও ‘রাম সেতু ‘পৃথ্বীরাজ’, ‘রক্ষা বন্ধন’এর মতো ছবিতেও দেখা যাবে তাঁকে।