ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫

টাকায় এলসি খুলতে চায় বিকেএমইএ

  • আপডেট সময় : ০২:৩৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২
  • ১০৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ডলার সংকটে প্রয়োজনীয় পণ্য আমদানি করা যাচ্ছে না। রপ্তানির ডলার পেতেও ব্যাপক সমস্যা তৈরি হচ্ছে। এমন পরিস্থিতিতে টাকায় এলসি খোলার অনুমতি চায় পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিকেএমইএ। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বিকেএমইএ ও বিটিএমএর এক বৈঠক শেষে এসব কথা জানানো হয়। এ সময় বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, বর্তমান সময়ে আমরা কঠিন সময় পার করছি। পণ্য রপ্তানি করলে অনেক সময় ডলার দিতে দেরি করে বায়ার। এর ফলে আমরাও নতুন করে এলসি খুলতে ডলার দিতে পারি না। এমন পরিস্থিতিতে আমরা বাংলাদেশ ব্যাংকে টাকায় এলসি দায় পরিশোধে অনুমতি চেয়েছি। বাংলাদেশ ব্যাংক বিষয়টি বিবেচনা করবেন বলে জানিয়েছে। আমরা সীমিত সময়ের জন্য এই সুবিধা চেয়েছি। এ ছাড়াও তিনি বলেন, জানুয়ারির দিকে ডলার সংকট কেটে যাবে বলে বিভিন্ন পক্ষ থেকে বলা হয়। তবে আমি মনে করি, জানুয়ারি-ফেব্রুয়ারিতে ডলার সংকট কেটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। যদি সংকট না থাকে তাহলে তো অবশ্যই ভালো। এই সংকটের সময় আমাদের পণ্য যেনো দেশের মধ্যে কেনা হয়, সেই অনুরোধ জানিয়েছি। এতে সব ডলার দেশের মধ্যেই থাকবে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টাকায় এলসি খুলতে চায় বিকেএমইএ

আপডেট সময় : ০২:৩৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক : ডলার সংকটে প্রয়োজনীয় পণ্য আমদানি করা যাচ্ছে না। রপ্তানির ডলার পেতেও ব্যাপক সমস্যা তৈরি হচ্ছে। এমন পরিস্থিতিতে টাকায় এলসি খোলার অনুমতি চায় পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিকেএমইএ। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বিকেএমইএ ও বিটিএমএর এক বৈঠক শেষে এসব কথা জানানো হয়। এ সময় বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, বর্তমান সময়ে আমরা কঠিন সময় পার করছি। পণ্য রপ্তানি করলে অনেক সময় ডলার দিতে দেরি করে বায়ার। এর ফলে আমরাও নতুন করে এলসি খুলতে ডলার দিতে পারি না। এমন পরিস্থিতিতে আমরা বাংলাদেশ ব্যাংকে টাকায় এলসি দায় পরিশোধে অনুমতি চেয়েছি। বাংলাদেশ ব্যাংক বিষয়টি বিবেচনা করবেন বলে জানিয়েছে। আমরা সীমিত সময়ের জন্য এই সুবিধা চেয়েছি। এ ছাড়াও তিনি বলেন, জানুয়ারির দিকে ডলার সংকট কেটে যাবে বলে বিভিন্ন পক্ষ থেকে বলা হয়। তবে আমি মনে করি, জানুয়ারি-ফেব্রুয়ারিতে ডলার সংকট কেটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। যদি সংকট না থাকে তাহলে তো অবশ্যই ভালো। এই সংকটের সময় আমাদের পণ্য যেনো দেশের মধ্যে কেনা হয়, সেই অনুরোধ জানিয়েছি। এতে সব ডলার দেশের মধ্যেই থাকবে।