ক্রীড়া ডেস্ক : পাল্লেকেলে ক্রিকেট স্টেডিয়ামে এখনও পর্যন্ত হওয়া নয় টেস্টে ফল এসেছে ৫টিতে। এই পাঁচ ম্যাচেই জয় পেয়েছে টস জেতা দল। যার সবশেষ উদাহরণ বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কা ২০৯ রানের বিশাল জয়। এই ম্যাচে টস জিতেছিলেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারাতেœ। সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করেছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত ড্র হয়েছিল সেই ম্যাচ। পরে দ্বিতীয় ম্যাচটিতে টস হারেন টাইগার অধিনায়ক মুমিনুল হক। টস জিতে আগে ব্যাটিং নেন লঙ্কান অধিনায়ক। টসের সময় মুমিনুল জানিয়েছিলেন, বাংলাদেশও টস জিতলে আগে ব্যাটিং করতো। সোয়া চার দিনের লড়াই শেষে ২০৯ রানের পরাজয়ের পরেও সেই টসের কথাই শোনা গেল মুমিনুলের কণ্ঠে। তার মতে, টসের সময়ই ম্যাচের ফল নির্ধারিত হয়ে গেছে। এছাড়া প্রথম ইনিংসে মাত্র ২৫০ করার পরই বাংলাদেশ হেরে গেছে বলে মনে করেন মুমিনুল। ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘আমার মতে, এই টেস্ট ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল টস। প্রথম দুই দিন এখানে বোলারদের জন্য কিছুই ছিল না। ম্যাচের প্রায় ৫০ ভাগ ফল টসের সময়ই নির্ধারণ হয়ে গেছে। আমরা মূলত প্রথম ইনিংসেই ম্যাচটা হেরে গেছি, যখন ২৫০ রানে অলআউট হলাম। আমাদের আরও ভালো ব্যাটিং করা উচিত ছিল।’
পরে অনলাইন সংবাদ সম্মেলনে টস হার কীভাবে ম্যাচের ফল নির্ধারণে প্রভাবক হিসেবে কাজ করেছে, তা ব্যাখ্যা দেন মুমিনুল। তার মতে, বাংলাদেশ টস জিতে আগে ব্যাটিং করলে, ম্যাচের চতুর্থ ইনিংসে ব্যাটিং করতো শ্রীলঙ্কা। আর তখন একাদশে স্পিনারের সংখ্যা নিয়েও খুব একটা ভাবা লাগত না বলে মনে করেন টাইগার অধিনায়ক। মুমিনুলের ভাষ্য, ‘উইকেটের দেখতে অনেকটা একই রকম ছিল (প্রথম টেস্টের মত)। আমরা একজন বাড়তি স্পিনার কম খেলিয়েছে কি না.. আমরা যদি আগে ব্যাটিং করতাম, তখন দেখতেন যে গল্পটা ভিন্নরকম হত।’ তিনি আরও যোগ করেন, ‘(টস জিতলে) ওরা হয়তো আমাদের জায়গায় থাকত আজকে। আমরা আজকে ওদের জায়গায় থাকতাম। এসব উইকেটে খুব বেশি স্পিনারও লাগে না, যেটা আমার কাছে মনে হয়েছে। তো আমাদের তো দুজন খুব ভালো মানের স্পিনার ছিল, আমার মনে হয় না, আরেকটা স্পিনার লাগত। দুই স্পিনারই আমার মনে হয় যথেষ্ঠ।’
টসে হারাকে দুষলেন মুমিনুল
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ