ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

টলিউডের পর এবার বলিউডে মধুমিতা!

  • আপডেট সময় : ১২:১৩:১৭ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪
  • ৮৯ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: টেলি দুনিয়া দিয়ে ক্যারিয়ারের শুরু করেছিলেন তিনি, তবে বর্তমানে টলিউডের অন্যতম খ্যাতিমান অভিনেত্রীর জায়গায় নিজের অবস্থান তৈরী করেছেন। বলছি কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারের কথা। টলিউডের গণ্ডি পেরিয়ে এবার বলিউডের দিকে পা বাড়াতে যাচ্ছেন এই অভিনেত্রী। শোনা যাচ্ছে, মুম্বাইয়ের একাধিক প্রজেক্টের অফারের পাশাপাশি অভিনেত্রীর দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও পা রাখার কথা চলছে। ফলে তিনি যে আর কেবল টলিউডে নিজেকে সীমাবদ্ধ থাকছেন না সেটা বলাই বাহুল্য। জানা গেছে, মধুমিতা বলিউডের একটি ছবির জন্য মনোনীত হয়েছেন। ইতোমধ্যেই যা অডিশন পর্ব শেষ। এবার পালা ছবির জন্য প্রস্তুতি শুরুর। সেখানে গিয়ে তিনি এই ছবির জন্য ওয়ার্কশপ করবেন এবং ভাষার প্রশিক্ষণ নেবেন। তবে কেবল এই ছবিটিই নয়। আরও একটি হিন্দি ওয়েব সিরিজের জন্যও তিনি প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন। তবে সেই কাজ তিনি পাচ্ছেন কিনা নির্ভর করবে অডিশনের উপর। কিন্তু কীভাবে বলিউডে কাজের সুযোগ এল মধুমতির কাছে? এই বিষয়ে তিনি আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘বলিউডে কাজ করার ইচ্ছে আগেই ছিল। কিন্তু কখনও নিজে থেকে মুম্বাই গিয়ে কাজের চেষ্টা করিনি। তবে আমার ছবি ‘চিনি’ সিনেমার একটি রিল ভাইরাল হয়েছিল, সেটাই পরিচালক দেখেন। তারপর আমার সঙ্গে যোগাযোগ করেন।’ এই প্রসঙ্গে অভিনেত্রী আরও জানিয়েছেন, ‘আমি যে ভাষার কাজ দেখি সেখানে কাজ করার ইচ্ছে আমার আছে। অন্য ভাষায় কাজ করা অবশ্যই একটা চ্যালেঞ্জের ব্যাপার। আর ক্যারিয়ারের যে পর্যায়ে এখন দাঁড়িয়ে আছি তাতে এই চ্যালেঞ্জ আমার ভালো লাগে। তবে আমি বাংলা ছাড়ছি এমনটা নয়। এই কথাটা বললে তাতে অনেকটা দায়িত্ব ঔদ্ধত্য থাকে। আমি কখনই সেটা বলব না।’

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

যে ভাইকে জেল থেকে বের করেছি, সেই আমার স্ত্রী-সন্তানদের হত্যা করল…

টলিউডের পর এবার বলিউডে মধুমিতা!

আপডেট সময় : ১২:১৩:১৭ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪

বিনোদন ডেস্ক: টেলি দুনিয়া দিয়ে ক্যারিয়ারের শুরু করেছিলেন তিনি, তবে বর্তমানে টলিউডের অন্যতম খ্যাতিমান অভিনেত্রীর জায়গায় নিজের অবস্থান তৈরী করেছেন। বলছি কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারের কথা। টলিউডের গণ্ডি পেরিয়ে এবার বলিউডের দিকে পা বাড়াতে যাচ্ছেন এই অভিনেত্রী। শোনা যাচ্ছে, মুম্বাইয়ের একাধিক প্রজেক্টের অফারের পাশাপাশি অভিনেত্রীর দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও পা রাখার কথা চলছে। ফলে তিনি যে আর কেবল টলিউডে নিজেকে সীমাবদ্ধ থাকছেন না সেটা বলাই বাহুল্য। জানা গেছে, মধুমিতা বলিউডের একটি ছবির জন্য মনোনীত হয়েছেন। ইতোমধ্যেই যা অডিশন পর্ব শেষ। এবার পালা ছবির জন্য প্রস্তুতি শুরুর। সেখানে গিয়ে তিনি এই ছবির জন্য ওয়ার্কশপ করবেন এবং ভাষার প্রশিক্ষণ নেবেন। তবে কেবল এই ছবিটিই নয়। আরও একটি হিন্দি ওয়েব সিরিজের জন্যও তিনি প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন। তবে সেই কাজ তিনি পাচ্ছেন কিনা নির্ভর করবে অডিশনের উপর। কিন্তু কীভাবে বলিউডে কাজের সুযোগ এল মধুমতির কাছে? এই বিষয়ে তিনি আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘বলিউডে কাজ করার ইচ্ছে আগেই ছিল। কিন্তু কখনও নিজে থেকে মুম্বাই গিয়ে কাজের চেষ্টা করিনি। তবে আমার ছবি ‘চিনি’ সিনেমার একটি রিল ভাইরাল হয়েছিল, সেটাই পরিচালক দেখেন। তারপর আমার সঙ্গে যোগাযোগ করেন।’ এই প্রসঙ্গে অভিনেত্রী আরও জানিয়েছেন, ‘আমি যে ভাষার কাজ দেখি সেখানে কাজ করার ইচ্ছে আমার আছে। অন্য ভাষায় কাজ করা অবশ্যই একটা চ্যালেঞ্জের ব্যাপার। আর ক্যারিয়ারের যে পর্যায়ে এখন দাঁড়িয়ে আছি তাতে এই চ্যালেঞ্জ আমার ভালো লাগে। তবে আমি বাংলা ছাড়ছি এমনটা নয়। এই কথাটা বললে তাতে অনেকটা দায়িত্ব ঔদ্ধত্য থাকে। আমি কখনই সেটা বলব না।’