ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫

টম মুডিকে ছেড়ে দিয়ে ‘বাঁচলো’ শ্রীলঙ্কা

  • আপডেট সময় : ১২:২২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২
  • ১০৫ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : টম মুডি আসার পরপরই হইচই শুরু হয়েছিল শ্রীলঙ্কার ক্রিকেটে। বিশেষ করে পারফরম্যান্স ভিত্তিক বেতন কাঠামো তৈরি করে ক্রিকেটারদের বিদ্বেষের শিকার হন এই সাবেক অস্ট্রেলিয়ান। এছাড়া অর্থনৈতিক মন্দার মধ্যে বেতনও বেশি নিচ্ছিলেন তিনি। সব মিলিয়ে তার সঙ্গে সম্পর্কটা স্বস্তিদায়ক ছিল না। তাই চুক্তির মেয়াদ শেষ হতে দুই বছরের বেশি বাকি থাকলেও তাকে অব্যাহতি দিলো শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। শ্রীলঙ্কা ক্রিকেট তাদের ডিরেক্টর অব ক্রিকেট মুডির সঙ্গে সম্পর্কে ইতি টানলো। পারস্পরিক সমঝোতার মাধ্যমে সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে চুক্তি থেকে অব্যাহতি দিয়েছে এশিয়া কাপ জয়ী দেশটির ক্রিকেট বোর্ড।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও নেই। এমন সময়ে এসএলসি মুডিকে বিদায় জানালো। লঙ্কান বোর্ড জানায়, সাবেক ক্রীড়ামন্ত্রী নামাল রাজাপাকসার নেতৃত্বে টেকনিক্যাল অ্যাডভাইজর কমিটি (টিএসি) তাকে নিয়োগ দিয়েছিল। বর্তমানে এই কমিটি বিলুপ্ত বলে মুডিকে দায়িত্ব থেকে সরিয়ে দিলো তারা। গত ফেব্রুয়ারিতে তিন বছরের জন্য ডিরেক্টর অব ক্রিকেট হন মুডি। দেশটিতে বছরে একশ দিন থাকবেন এমন শর্ত দিয়ে দৈনিক ১৮৫০ ডলারে চুক্তিবদ্ধ হন তিনি। সোমবার এক সিনিয়র ক্রিকেট সূত্র নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে জানান, দীর্ঘদিনের জন্য এত ফি দেওয়া বোর্ডের জন্য কষ্টসাধ্য। তারা এমন কাউকে খুঁজছে, যিনি আরও বেশি কাজে আসবেন এবং শ্রীলঙ্কায় আরও বেশি সময় দিবেন। মুডি ও টিএসি পারফরম্যান্স ভিত্তিক বেতন কাঠামো তৈরি করেছিলেন, কিন্তু জাতীয় দলের খেলোয়াড়রা এর বিরোধিতা করে। চুক্তি গ্রহণ না করলে জাতীয় দলের জন্য নির্বাচিত হবেন না এমন হুমকিও দেওয়া হয়েছিল তাদের।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

টম মুডিকে ছেড়ে দিয়ে ‘বাঁচলো’ শ্রীলঙ্কা

আপডেট সময় : ১২:২২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২

ক্রীড়া ডেস্ক : টম মুডি আসার পরপরই হইচই শুরু হয়েছিল শ্রীলঙ্কার ক্রিকেটে। বিশেষ করে পারফরম্যান্স ভিত্তিক বেতন কাঠামো তৈরি করে ক্রিকেটারদের বিদ্বেষের শিকার হন এই সাবেক অস্ট্রেলিয়ান। এছাড়া অর্থনৈতিক মন্দার মধ্যে বেতনও বেশি নিচ্ছিলেন তিনি। সব মিলিয়ে তার সঙ্গে সম্পর্কটা স্বস্তিদায়ক ছিল না। তাই চুক্তির মেয়াদ শেষ হতে দুই বছরের বেশি বাকি থাকলেও তাকে অব্যাহতি দিলো শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। শ্রীলঙ্কা ক্রিকেট তাদের ডিরেক্টর অব ক্রিকেট মুডির সঙ্গে সম্পর্কে ইতি টানলো। পারস্পরিক সমঝোতার মাধ্যমে সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে চুক্তি থেকে অব্যাহতি দিয়েছে এশিয়া কাপ জয়ী দেশটির ক্রিকেট বোর্ড।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও নেই। এমন সময়ে এসএলসি মুডিকে বিদায় জানালো। লঙ্কান বোর্ড জানায়, সাবেক ক্রীড়ামন্ত্রী নামাল রাজাপাকসার নেতৃত্বে টেকনিক্যাল অ্যাডভাইজর কমিটি (টিএসি) তাকে নিয়োগ দিয়েছিল। বর্তমানে এই কমিটি বিলুপ্ত বলে মুডিকে দায়িত্ব থেকে সরিয়ে দিলো তারা। গত ফেব্রুয়ারিতে তিন বছরের জন্য ডিরেক্টর অব ক্রিকেট হন মুডি। দেশটিতে বছরে একশ দিন থাকবেন এমন শর্ত দিয়ে দৈনিক ১৮৫০ ডলারে চুক্তিবদ্ধ হন তিনি। সোমবার এক সিনিয়র ক্রিকেট সূত্র নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে জানান, দীর্ঘদিনের জন্য এত ফি দেওয়া বোর্ডের জন্য কষ্টসাধ্য। তারা এমন কাউকে খুঁজছে, যিনি আরও বেশি কাজে আসবেন এবং শ্রীলঙ্কায় আরও বেশি সময় দিবেন। মুডি ও টিএসি পারফরম্যান্স ভিত্তিক বেতন কাঠামো তৈরি করেছিলেন, কিন্তু জাতীয় দলের খেলোয়াড়রা এর বিরোধিতা করে। চুক্তি গ্রহণ না করলে জাতীয় দলের জন্য নির্বাচিত হবেন না এমন হুমকিও দেওয়া হয়েছিল তাদের।