ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫

টম ক্রুজকে বিশেষ সম্মান জানাবে কান

  • আপডেট সময় : ০৯:৪২:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২
  • ১২১ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসরে ‘টপ গান: ম্যাভেরিক’ ছবির উদ্বোধনী প্রদর্শনীতে অংশ নেবেন হলিউড সুপারস্টার টম ক্রুজ। ১৮ মে দক্ষিণ পালে দে ফেস্টিভাল ভবনে এই আয়োজন করা হবে। একই দিনে ৪০ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের জন্য তাকে বিশেষ সম্মান জানানো হবে।
এর আগে মাত্র একবার কান উৎসবে গিয়েছিলেন টম ক্রুজ। ১৯৯২ সালের ১৮ মে দেখানো হয় তার ছবি ‘ফার অ্যান্ড অ্যাওয়ে’। ৩০ বছর পর আবারও কানে ফিরবেন টম ক্রুজ। ‘টপ গান: ম্যাভেরিক’ ছবিতে বৈমানিক লেফটেন্যান্ট পিট ম্যাভেরিক মিচেল চরিত্রে অভিনয় করবেন টম ক্রুজ। ১৯৮৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘টপ গান’ ছবির সিক্যুয়েল এটি। ছবিটি মুক্তি পাবে ২৭ মে। জোসেফ কোসিংসকি পরিচালিত এই ছবিতে দেখা যাবে দুর্দান্ত অ্যাকশন। আবার একবার দুরন্ত গতিতে জেট প্লেন উড়িয়ে, বোম্বার জ্যাকেট ও রে ব্যান রোদচশমায় রূপোলি পর্দা কাঁপাতে দেখা যাবে টম ক্রুজকে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

টম ক্রুজকে বিশেষ সম্মান জানাবে কান

আপডেট সময় : ০৯:৪২:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২

বিনোদন ডেস্ক : কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসরে ‘টপ গান: ম্যাভেরিক’ ছবির উদ্বোধনী প্রদর্শনীতে অংশ নেবেন হলিউড সুপারস্টার টম ক্রুজ। ১৮ মে দক্ষিণ পালে দে ফেস্টিভাল ভবনে এই আয়োজন করা হবে। একই দিনে ৪০ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের জন্য তাকে বিশেষ সম্মান জানানো হবে।
এর আগে মাত্র একবার কান উৎসবে গিয়েছিলেন টম ক্রুজ। ১৯৯২ সালের ১৮ মে দেখানো হয় তার ছবি ‘ফার অ্যান্ড অ্যাওয়ে’। ৩০ বছর পর আবারও কানে ফিরবেন টম ক্রুজ। ‘টপ গান: ম্যাভেরিক’ ছবিতে বৈমানিক লেফটেন্যান্ট পিট ম্যাভেরিক মিচেল চরিত্রে অভিনয় করবেন টম ক্রুজ। ১৯৮৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘টপ গান’ ছবির সিক্যুয়েল এটি। ছবিটি মুক্তি পাবে ২৭ মে। জোসেফ কোসিংসকি পরিচালিত এই ছবিতে দেখা যাবে দুর্দান্ত অ্যাকশন। আবার একবার দুরন্ত গতিতে জেট প্লেন উড়িয়ে, বোম্বার জ্যাকেট ও রে ব্যান রোদচশমায় রূপোলি পর্দা কাঁপাতে দেখা যাবে টম ক্রুজকে।