ক্রীড়া ডেস্ক: সন হিউং-মিনের চুক্তির মেয়াদ এক বছর বাড়ানোর ধারা কার্যকর করেছে টটেনহ্যাম হটস্পার। তাই ২০২৬ সাল পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটিতে থাকছেন দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ড। ২০১৫ সালে টটেনহ্যামে যোগ দিয়েছিলেন সন। ৩২ বছর বয়সী তারকা এখন ক্লাবের অধিনায়ক।
৪৩১ ম্যাচে তিনি করেছেন ১৬৯ গোল, অবদান রেখেছেন ৯০ গোলে। চলতি বছরের জুনে শেষ হওয়ার কথা ছিল তার চুক্তির মেয়াদ। মঙ্গলবার টটেনহ্যাম মেয়াদ বাড়ানোর ধারা কার্যকর করায় আগামী বছরের জুন পর্যন্ত উত্তর লন্ডনের ক্লাবটিতেই থাকছেন তিনি। প্রিমিয়ার লিগে এশিয়ার খেলোয়াড়দের মধ্েয সর্বোচ্চ গোল সনের।
সব সময়ের সেরা গোলদাতার তালিকায় আছেন শীর্ষ বিশে। ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে খেলা সন দক্ষিণ কোরিয়ার হয়ে এখন পর্যন্ত খেলেছেন ১৩১ ম্যাচ। নিজেদের পরের ম্যাচে আগামী বুধবার লিগ কাপ সেমি-ফাইনালের প্রথম লেগে লিভারপুলের মুখোমুখি হবে টটেনহ্যাম।