অর্থ-বাণিজ্য ডেস্ক : সম্প্রতি গাজীপুরের টঙ্গীর কাজী মার্কেটে দেশীয় ইলেক্ট্রনিক্স কোম্পানি মিনিস্টার-মাইওয়ান গ্রুপের মেগা শো-রুমের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শো-রুমটি শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। উদ্বোধন উপলক্ষে ক্রেতা সাধারণের জন্য পণ্য ক্রয়ের উপর বিশেষ ছাড় এবং অফার ঘোষণা করা হয়। অনুষ্ঠানে মিনিস্টার-মাইওয়ানে গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট এম এ রাজ্জাক খান রাজের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- গ্রুপের নির্বাহী পরিচালক মো. সামসুদ্দোহা শিমুল, গাজীপুর সিটি করপোরেশনের ৪৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. নুরুল ইসলাম নুরু, ৫৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আবুল হোসাইন, ৫৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন সরকার, ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন (মন্ডল) এবং কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রমুখ।