ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

টঙ্গীতে দগ্ধ ফায়ার ফাইটার শামীম আহমেদ মারা গেছেন

  • আপডেট সময় : ০৭:৩৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

সার্ভিস কর্মী শামীম আহমেদ- ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ফায়ার ফাইটার শামীম আহমেদ (৪০)। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গত সোমবার (২২ সেপ্টেম্বর) টঙ্গীর সাহারা মার্কেট এলাকায় কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দায়িত্ব পালনকালে বিস্ফোরণে শামীম আহমেদ গুরুতর দগ্ধ হন। পরে তাকে অন্যান্য আহতদের সঙ্গে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

১৯৮৫ সালের ১৬ ফেব্রুয়ারি নেত্রকোনায় জন্মগ্রহণ করা শামীম আহমেদ ২০০৪ সালের ১৬ আগস্ট ফায়ার সার্ভিসে যোগ দেন। প্রায় দুই দশকের কর্মজীবনে তিনি অসংখ্য অগ্নিনির্বাপণ অভিযানে অংশ নেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স শামীম আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং তার আত্মার মাগফিরাত কামনা করেছে। আজ বাদ মাগরিব ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরে তার জানাজা অনুষ্ঠিত হবে।

ওআ/আপ্র/২৩/০৯/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

কাল মহাষষ্ঠীর মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সূচনা

টঙ্গীতে দগ্ধ ফায়ার ফাইটার শামীম আহমেদ মারা গেছেন

আপডেট সময় : ০৭:৩৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ফায়ার ফাইটার শামীম আহমেদ (৪০)। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গত সোমবার (২২ সেপ্টেম্বর) টঙ্গীর সাহারা মার্কেট এলাকায় কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দায়িত্ব পালনকালে বিস্ফোরণে শামীম আহমেদ গুরুতর দগ্ধ হন। পরে তাকে অন্যান্য আহতদের সঙ্গে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

১৯৮৫ সালের ১৬ ফেব্রুয়ারি নেত্রকোনায় জন্মগ্রহণ করা শামীম আহমেদ ২০০৪ সালের ১৬ আগস্ট ফায়ার সার্ভিসে যোগ দেন। প্রায় দুই দশকের কর্মজীবনে তিনি অসংখ্য অগ্নিনির্বাপণ অভিযানে অংশ নেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স শামীম আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং তার আত্মার মাগফিরাত কামনা করেছে। আজ বাদ মাগরিব ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরে তার জানাজা অনুষ্ঠিত হবে।

ওআ/আপ্র/২৩/০৯/২০২৫