বিনোদন ডেস্ক : ইয়াস ঝড়ের পর নিজের এলাকার মানুষের পাশে দাঁড়ালেন তৃণমূল সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তী। ঘূর্ণিঝড় পরবর্তী অবস্থায় আগামী দিনের কর্মসূচি নিয়ে দলের কর্মীদের সঙ্গে বৈঠক সারলেন মিমি। ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখে ত্রাণ দেওয়ার ব্যবস্থা করলেন অভিনেত্রী। টুইটারে মিমি আশ্বাস দিয়েছেন, এই দূর্যোগের পর তিনি এবং তার দল মানুষের পাশে আছে। নিজের এলাকার মানুষদের সঙ্গে দেখা করেছেন যাদবপুরের সাংসদ। টুইটারে সেই ছবিও শেয়ার করেছেন মিমি। মানুষের খাওয়াদাওয়ার ব্যবস্থাও করেছেন সাংসদ অভিনেত্রী। মিমির এই কাজে অনেকেই প্রশংসা করেছেন। তিনি বলেন, ঘূর্ণিঝড় ইয়াস এর পরবর্তী অবস্থায় আগামী দিনের কর্মসূচি নিয়ে প্রশাসনিক মিটিং ও ক্ষতিগ্রস্ত এলাকার রিলিফ সেন্টার পরিদর্শন করে ত্রাণের ব্যবস্থা করছি। এই লড়াইয়ে আমরা সবাই ও আমাদের দল আপনাদের সাথে আছি।