বাগেরহাট সংবাদদাতা: বাগেরহাটের মোরেলগঞ্জে পরীক্ষিত মিস্ত্রি (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার (১০ আগস্ট) দুপুরের দিকে উপজেলার উত্তর সুতালড়ী গ্রামে নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত পরীক্ষিত মিস্ত্রি উত্তর সুতালড়ী গ্রামের খগেন্দ্রনাথ মিস্ত্রির ছেলে। জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধ সমাধানের জন্য শনিবার (৯ আগস্ট) সকাল ১১টার দিকে একটি সালিশ বৈঠক হওয়ার কথা ছিল। ওই সালিশ বৈঠক এড়াতে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি তার স্ত্রী সবিতা রানীর। সবিতা রানী বলেন, মূলত মানসিক চাপে পরীক্ষিত মিস্ত্রি আত্মহত্যা করেছেন। জমি-জমা নিয়ে ঝামেলা ছিল।