ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

ঝিনাইদহ-৩ আসনে ধানের শীষের প্রার্থী মেহেদী হাসান রনি

  • আপডেট সময় : ০৯:৩৫:২২ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • ২ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

সুলতান আল এনাম, ঝিনাইদহ: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৩ আসনে (কোটচাঁদপুর-মহেশপুর) বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে প্রার্থী হয়েছেন মেহেদী হাসান রনি। তিনি মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মরহুম মাস্টার শহিদুল ইসলামের ছেলে।

জানা গেছে, মেহেদী হাসান রনি ছোটবেলায় মহেশপুরের ভালাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেন। পরে মহেশপুর কেজি স্কুল থেকে মাধ্যমিকের প্রাথমিক ধাপ শেষ করে ঢাকায় চলে যান। তিনি ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ঢাকা কমার্স কলেজ ও কার্ডিন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। সর্বশেষ সাউথইস্ট বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেন। ২০১০ সালে পিতার হাত ধরে রাজনীতিতে যুক্ত হন তিনি। পিতা মৃত্যুবরণ করার পর রাজনীতিতে পুরোপুরি আত্মনিয়োগ করেন তিনি। প্রথমে তিনি মহেশপুর উপজেলা বিএনপির সদস্য ছিলেন। পরে ২০১৫ সালের কমিটিতে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, এরপর উপজেলা বিএনপির সদস্য সচিব এবং সর্বশেষ ২০১৯ সালে সভাপতি নির্বাচিত হন। বর্তমানে তিনি সেই দায়িত্ব পালন করছেন। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রাথমিকভাবে মনোনয়ন পেলেও জোটের কারণে সেটি প্রত্যাহার করা হয়। এরপর থেকে তিনি তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ধারাবাহিকভাবে মাঠে সক্রিয় রয়েছেন।

সোমবার কেন্দ্রীয়ভাবে বিএনপির দলীয় প্রার্থী ঘোষণা করা হয়, যার মধ্যে ঝিনাইদহ-৩ আসনে মেহেদী হাসান রনির নাম অন্তর্ভুক্ত রয়েছে। মনোনয়ন ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দন জানাচ্ছেন স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা।

মনোনয়ন পাওয়ার পর মেহেদী হাসান রনি আজকের প্রত্যাশাকে বলেন, “আমি দলের প্রতীক নিয়ে জনগণের পাশে থেকে লড়াই করব এবং ইনশাল্লাহ জয়ী হব।” নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কোটচাঁদপুর ও মহেশপুর-এই দুটি উপজেলা নিয়ে গঠিত ঝিনাইদহ-৩ আসনে ১৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভা রয়েছে। মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২৫ হাজার ২৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২৪ হাজার ৬০ জন, নারী ভোটার ২ লাখ ১০ হাজার ৯৬৩ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন। এ আসনে মোট ভোটকেন্দ্র ১৬৬টি ও ভোটকক্ষ ৯৬১টি।

রিয়াজ/সানা/ওআ/আপ্র/০৫/১১/২০২৫

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ঝিনাইদহ-৩ আসনে ধানের শীষের প্রার্থী মেহেদী হাসান রনি

আপডেট সময় : ০৯:৩৫:২২ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫

সুলতান আল এনাম, ঝিনাইদহ: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৩ আসনে (কোটচাঁদপুর-মহেশপুর) বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে প্রার্থী হয়েছেন মেহেদী হাসান রনি। তিনি মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মরহুম মাস্টার শহিদুল ইসলামের ছেলে।

জানা গেছে, মেহেদী হাসান রনি ছোটবেলায় মহেশপুরের ভালাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেন। পরে মহেশপুর কেজি স্কুল থেকে মাধ্যমিকের প্রাথমিক ধাপ শেষ করে ঢাকায় চলে যান। তিনি ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ঢাকা কমার্স কলেজ ও কার্ডিন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। সর্বশেষ সাউথইস্ট বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেন। ২০১০ সালে পিতার হাত ধরে রাজনীতিতে যুক্ত হন তিনি। পিতা মৃত্যুবরণ করার পর রাজনীতিতে পুরোপুরি আত্মনিয়োগ করেন তিনি। প্রথমে তিনি মহেশপুর উপজেলা বিএনপির সদস্য ছিলেন। পরে ২০১৫ সালের কমিটিতে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, এরপর উপজেলা বিএনপির সদস্য সচিব এবং সর্বশেষ ২০১৯ সালে সভাপতি নির্বাচিত হন। বর্তমানে তিনি সেই দায়িত্ব পালন করছেন। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রাথমিকভাবে মনোনয়ন পেলেও জোটের কারণে সেটি প্রত্যাহার করা হয়। এরপর থেকে তিনি তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ধারাবাহিকভাবে মাঠে সক্রিয় রয়েছেন।

সোমবার কেন্দ্রীয়ভাবে বিএনপির দলীয় প্রার্থী ঘোষণা করা হয়, যার মধ্যে ঝিনাইদহ-৩ আসনে মেহেদী হাসান রনির নাম অন্তর্ভুক্ত রয়েছে। মনোনয়ন ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দন জানাচ্ছেন স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা।

মনোনয়ন পাওয়ার পর মেহেদী হাসান রনি আজকের প্রত্যাশাকে বলেন, “আমি দলের প্রতীক নিয়ে জনগণের পাশে থেকে লড়াই করব এবং ইনশাল্লাহ জয়ী হব।” নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কোটচাঁদপুর ও মহেশপুর-এই দুটি উপজেলা নিয়ে গঠিত ঝিনাইদহ-৩ আসনে ১৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভা রয়েছে। মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২৫ হাজার ২৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২৪ হাজার ৬০ জন, নারী ভোটার ২ লাখ ১০ হাজার ৯৬৩ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন। এ আসনে মোট ভোটকেন্দ্র ১৬৬টি ও ভোটকক্ষ ৯৬১টি।

রিয়াজ/সানা/ওআ/আপ্র/০৫/১১/২০২৫