ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহে হেফাজতে ইসলামের দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের ঢাকা কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে হেফাজতে ইসলাম ঝিনাইদহ জেলা শাখার আহ্বায়ক মুফতী আরিফ বিল্লাহ কাসেমীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। এছাড়া বিশেষ অতিথি ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মুফতী বশিরুল্লাহ, দপ্তর সম্পাদক মাওলানা আফসার মাহমুদ, হেফাজতে ইসলাম যশোর জেলা শাখার সভাপাত মাওলানা আনোয়ারুল করিম যশোরী, কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মুফতি আব্দুল হামীদ, মাগুরা জেলা শাখার সভাপতি মাওলানা কাজী জাবের বিন মুহসিন, চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মুফতী মোস্তফা কামাল কাসেমী, ঝিনাইদহ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মাওলানা ওসমান গণী, সদস্য সচিব মাওলানা যুবায়ের আহমাদ কাসেমীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
সম্মেলন শেষে হেফাজতে ইসলাম ঝিনাইদহ জেলা শাখার কমিটির নাম ঘোষনা করা হয়। কমিটিতে সর্বসম্মতিক্রমে মুফতী আরিফ বিল্লাহ কাসেমীকে সভাপতি ও মাওলানা ওসমান গণীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়া সিনিয়র সহ-সভাপতি মাওলানা মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক যুবায়ের আহমাদ কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা সেলিম উদ্দিন, অর্থ সম্পাদক মাওলানা ইলিয়াস হোসেন, প্রচার সম্পাদক মাওলানা ফারুক নোমানী ও দপ্তর সম্পাদক মাওলানা আব্দুল করিম নির্বাচিত হন।
আজকের প্রত্যাশা/কেএমএএ