সুলতান আল এনাম, ঝিনাইদহ: ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে পুলিশ ও আনসারের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত এই অভিযানে দোকান ও বাস কাউন্টারসহ টিনশেডে ঘেরা স্থাপনা উচ্ছেদ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। অভিযানে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান, সওজ বিভাগের সহকারী প্রকৌশলী মোঃ আহসান উল কবির, ঝিনাইদহ পৌরসভার সহকারী প্রকৌশলী মুন্সি মোঃ আবু জাফর, হাইওয়ে পুলিশের ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাসসহ অন্যান্য কর্মকর্তা। অভিযানে প্রায় ২০টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
রিয়াজ/সানা/০৭/০১/২০২৬
























