ঢাকা ১১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫

ঝিনাইদহের সাবেক এমপি নায়েব জোয়ারদার চার দিনের রিমান্ডে

  • আপডেট সময় : ০৩:৩২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪
  • ১১০ বার পড়া হয়েছে

ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদারকে দুই মামলায় পৃথকভাবে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে তাকে আদালতে হাজির করা হয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রুমানা আফরোজ এ রিমান্ড মঞ্জুর করেন। তবে এ রিমান্ড একসঙ্গে কার্যকর হবে।
র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার মেজর নাঈম আহমেদ জানান, জেলা বিএনপির দলীয় কার্যালয় ও দলের সভাপতির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় গত আগস্ট মাসের ১৯ ও ২৪ তারিখে সদর থানায় দুটি নাশকতার মামলার করা হয়। সেই মামলার ১নং আসামি ছিলেন নায়েবজোয়ারদার।
মেজর নাঈম আহমেদ জানান, বৃহস্পতিবার নায়েব আলী শহরের আরাপপুর জামতলা এলাকায় নিজ বাড়িতে অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে সেখানে র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের সদস্য এবং সেনাবাহিনীর সদস্যরা যৌথ অভিযান চালান। পরে মধ্যরাতে সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং রাতেই সদর থানায় হস্তান্তর করা হয়।
ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দিন বলেন, আমরা সকালে সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদারকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়েছিলাম। কিš‘ আদালত দুই মামলায় চারদিন করে রিমান্ড মঞ্জুর করে। তবে পৃথক ভাবে চার দিনের পরিবর্তে একইসঙ্গে চারদিন জিজ্ঞাসাবাদ চলবে।
উল্লেখ্য, গত ৪ আগস্ট বিকেলে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল শেষে নেতাকর্মীরা জেলা বিএনপির দলীয় কার্যালয় ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদের বাড়িতে অগ্নিসংযোগ করে।

আজকের প্রত্যাশা/কেএমএএ

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ঝিনাইদহের সাবেক এমপি নায়েব জোয়ারদার চার দিনের রিমান্ডে

আপডেট সময় : ০৩:৩২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪

ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদারকে দুই মামলায় পৃথকভাবে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে তাকে আদালতে হাজির করা হয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রুমানা আফরোজ এ রিমান্ড মঞ্জুর করেন। তবে এ রিমান্ড একসঙ্গে কার্যকর হবে।
র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার মেজর নাঈম আহমেদ জানান, জেলা বিএনপির দলীয় কার্যালয় ও দলের সভাপতির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় গত আগস্ট মাসের ১৯ ও ২৪ তারিখে সদর থানায় দুটি নাশকতার মামলার করা হয়। সেই মামলার ১নং আসামি ছিলেন নায়েবজোয়ারদার।
মেজর নাঈম আহমেদ জানান, বৃহস্পতিবার নায়েব আলী শহরের আরাপপুর জামতলা এলাকায় নিজ বাড়িতে অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে সেখানে র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের সদস্য এবং সেনাবাহিনীর সদস্যরা যৌথ অভিযান চালান। পরে মধ্যরাতে সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং রাতেই সদর থানায় হস্তান্তর করা হয়।
ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দিন বলেন, আমরা সকালে সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদারকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়েছিলাম। কিš‘ আদালত দুই মামলায় চারদিন করে রিমান্ড মঞ্জুর করে। তবে পৃথক ভাবে চার দিনের পরিবর্তে একইসঙ্গে চারদিন জিজ্ঞাসাবাদ চলবে।
উল্লেখ্য, গত ৪ আগস্ট বিকেলে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল শেষে নেতাকর্মীরা জেলা বিএনপির দলীয় কার্যালয় ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদের বাড়িতে অগ্নিসংযোগ করে।

আজকের প্রত্যাশা/কেএমএএ