নেত্রকোনা সংবাদদাতা : নত্রকোনার দুর্গাপুরে দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে হাজেরা খাতুন (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের শুকনাকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। সূত্র জানায়, হাজেরা খাতুনের প্রথম স্বামীর ছেলের নাম জজ মিয়া (৪০) ও দ্বিতীয় স্বামীর ছেলে সুমন মিয়া (১৮)। হাজেরা খাতুন বড় ছেলে জজ মিয়ার ঘরে থাকতেন। ছোট ছেলের বউ বাপের বাড়িতে চলে যাওয়ায় ছোট ছেলেকে রান্না করে খাওয়াতেন হাজেরা খাতুন। ঘটনার দিন সকালে দুই ভাইয়ের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়। এ সময় তাদের ঝগড়া থামাতে গিয়ে হাজেরা খাতুন হঠাৎ মাটিতে পড়ে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়।