ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

জয়ে শুরু সেরেনার

  • আপডেট সময় : ১১:২৬:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২
  • ৮২ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : ক্যারিয়ারের শেষ গ্র্যান্ডস্লামে খেলতে নেমে শুরুটা দারুণ করলেন সেরেনা উইলিমায়স। ইউএস ওপেন টেনিসের প্রথম রাউন্ডে ডানকা কোভিনিচকে ৬-৩, ৬-৩ স্ট্রেট সেটে হারালেন সেরেনা। চোট সারিয়ে চলতি মৌসুমে কোর্টে ফিরে শুধুমাত্র উইম্বলডনেই খেলেছিলেন ৪০ বছরের সেরেনা। কিন্তু চলতি বছর উইম্বলডনের প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছিলেন মার্কিন কৃষ্ণকলি। এমনকী কিছুদিন আগে সিনসিনাটি মাস্টার্সের প্রথম রাউন্ডেই ছিটকে গিয়েছিলেন। অনেকেই তাই ভেবেছিলেন, কেরিয়ারের শেষ ম্যাচাই বুঝি খেলতে চলেছেন সেরেনা। কিন্তু সেসব জল্পনা উড়িয়ে দারুণ টেনিস খেলে নিজের ক্যারিয়া আরও এগিয়ে নিলেন ২৩টি সিঙ্গলস গ্র্যান্ডস্লাম শিরোপা জয়ী এই মহাতারকা। ম্যাচের পর সংবাদ সম্মেলনে নিজের অবসর নিয়ে সেরেনা বলেন, ‘এটা খুবই কঠিন (অবসর নেওয়া)। কারণ, আমি এখনো খেলতে ভালোবাসি। যত বেশি টুর্নামেন্ট খেলি, ততই এটা মনে হয়। কিন্তু এখনই সময়, অন্য কিছুর সঙ্গে মানিয়ে নেওয়ার।’
ইউএস ওপেনই তার ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট কি না, এ নিয়ে সংবাদকর্মীরা সরাসরি জানতে চেয়েছিলেন সেরেনার কাছে। সবাইকে ধোঁয়াশার মধ্যেই রাখলেন যুক্তরাষ্ট্রের এই কিংবদন্তি, ‘আমি এটা নিয়ে এখনো ঠিকঠাক সিদ্ধান্ত নিতে পারিনি। এভাবেই থাকতে চাই। কারণ, সামনে কী হবে, জানি না।’ জয়ের পর সেরেনা বলেছেন, ‘আমি এটা (অবসর) নিয়ে বেশ ধোঁয়াশার মধ্যে আছি। এভাবেই থাকতে চাই। কারণ সামনে কী ঘটবে, জানি না।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জয়ে শুরু সেরেনার

আপডেট সময় : ১১:২৬:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২

ক্রীড়া ডেস্ক : ক্যারিয়ারের শেষ গ্র্যান্ডস্লামে খেলতে নেমে শুরুটা দারুণ করলেন সেরেনা উইলিমায়স। ইউএস ওপেন টেনিসের প্রথম রাউন্ডে ডানকা কোভিনিচকে ৬-৩, ৬-৩ স্ট্রেট সেটে হারালেন সেরেনা। চোট সারিয়ে চলতি মৌসুমে কোর্টে ফিরে শুধুমাত্র উইম্বলডনেই খেলেছিলেন ৪০ বছরের সেরেনা। কিন্তু চলতি বছর উইম্বলডনের প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছিলেন মার্কিন কৃষ্ণকলি। এমনকী কিছুদিন আগে সিনসিনাটি মাস্টার্সের প্রথম রাউন্ডেই ছিটকে গিয়েছিলেন। অনেকেই তাই ভেবেছিলেন, কেরিয়ারের শেষ ম্যাচাই বুঝি খেলতে চলেছেন সেরেনা। কিন্তু সেসব জল্পনা উড়িয়ে দারুণ টেনিস খেলে নিজের ক্যারিয়া আরও এগিয়ে নিলেন ২৩টি সিঙ্গলস গ্র্যান্ডস্লাম শিরোপা জয়ী এই মহাতারকা। ম্যাচের পর সংবাদ সম্মেলনে নিজের অবসর নিয়ে সেরেনা বলেন, ‘এটা খুবই কঠিন (অবসর নেওয়া)। কারণ, আমি এখনো খেলতে ভালোবাসি। যত বেশি টুর্নামেন্ট খেলি, ততই এটা মনে হয়। কিন্তু এখনই সময়, অন্য কিছুর সঙ্গে মানিয়ে নেওয়ার।’
ইউএস ওপেনই তার ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট কি না, এ নিয়ে সংবাদকর্মীরা সরাসরি জানতে চেয়েছিলেন সেরেনার কাছে। সবাইকে ধোঁয়াশার মধ্যেই রাখলেন যুক্তরাষ্ট্রের এই কিংবদন্তি, ‘আমি এটা নিয়ে এখনো ঠিকঠাক সিদ্ধান্ত নিতে পারিনি। এভাবেই থাকতে চাই। কারণ, সামনে কী হবে, জানি না।’ জয়ের পর সেরেনা বলেছেন, ‘আমি এটা (অবসর) নিয়ে বেশ ধোঁয়াশার মধ্যে আছি। এভাবেই থাকতে চাই। কারণ সামনে কী ঘটবে, জানি না।’