ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬

জ্বালানি তেলের দাম ৭ বছরের মধ্যে সর্বোচ্চ

  • আপডেট সময় : ১১:৪৬:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২
  • ১৪৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সংঘাতের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহে সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর ফলে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম সাত বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে।
বিবিসি জানিয়েছে, মঙ্গলবার প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৯৯ দশমিক ৩৮ মার্কিন ডলারে পৌঁছেছে। গত সাত বছরের মধ্যে এটি ব্যারেল প্রতি সর্বোচ্চ দাম।
ফাইডেলিটি ইন্টারন্যাশনালের বিনিয়োগ পরিচালক মাইক কুরি জানান, যুক্তরাষ্ট্রে এবার শীত থাকায় তেলের অতিরিক্ত চাহিদা, তেল খাতে পর্যাপ্ত বিনিয়োগের অভাব এবং ইউক্রেন-রাশিয়া সংকটের কারণে প্রতি ব্যারেল জ্বালিন তেলের দাম ১০০ ডলার ছাড়িয়ে যেতে পারে।
তিনি বলেন, ‘বিশ্বে প্রতিদিন ব্যবহৃত মোট জ্বালানি তেলের প্রতি ১০ ব্যারেলের মধ্যে একটি আসছে রাশিয়া থেকে। ফলে আপনি যখন তেলের দামের কথা বলবেন, রাশিয়াকে বিবেচনায় রাখতেই হবে। আর এটা নিশ্চিতভাবে পেট্রোল পাম্পে যাওয়া সাধারণ মানুষকে ভোগাবে।’
তিনি জানান, কয়েক বছর ধরেই যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার ওপর বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। এগুলো রাশিয়ার অর্থনীতিকে বড় ধরনের চাপে রেখেছে। তবে এবার কী ধরনের নিষেধাজ্ঞা আসতে পারে তা স্পষ্ট নয়। ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। দেশটির প্রযুক্তি খাত, আর্থিক প্রতিষ্ঠান ও বিশেষ ব্যক্তিরা এই নিষেধাজ্ঞার আওতায় আসতে পারে। এতে রাশিয়ার তেল সরবরাহ ব্যবস্থা ব্যাহত হলে বিশ্ববাজারে তেলের পাইকারি দর বাড়বে তাতে সন্দেহ নাই।
ইউক্রেনের পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের নিয়ন্ত্রিত দুটি অঞ্চলকে রাশিয়া ‘স্বাধীন’ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। সোমবার সেখানে সেনা পাঠিয়েছে মস্কো। রাশিয়ার এই পদক্ষেপের পর দেশটির ওপর কঠোর অবরোধে আরোপের হুমকি দিয়েছে পশ্চিমা দেশগুলো। ইতোমধ্যে এশিয়া ও যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জ্বালানি তেলের দাম ৭ বছরের মধ্যে সর্বোচ্চ

আপডেট সময় : ১১:৪৬:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সংঘাতের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহে সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর ফলে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম সাত বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে।
বিবিসি জানিয়েছে, মঙ্গলবার প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৯৯ দশমিক ৩৮ মার্কিন ডলারে পৌঁছেছে। গত সাত বছরের মধ্যে এটি ব্যারেল প্রতি সর্বোচ্চ দাম।
ফাইডেলিটি ইন্টারন্যাশনালের বিনিয়োগ পরিচালক মাইক কুরি জানান, যুক্তরাষ্ট্রে এবার শীত থাকায় তেলের অতিরিক্ত চাহিদা, তেল খাতে পর্যাপ্ত বিনিয়োগের অভাব এবং ইউক্রেন-রাশিয়া সংকটের কারণে প্রতি ব্যারেল জ্বালিন তেলের দাম ১০০ ডলার ছাড়িয়ে যেতে পারে।
তিনি বলেন, ‘বিশ্বে প্রতিদিন ব্যবহৃত মোট জ্বালানি তেলের প্রতি ১০ ব্যারেলের মধ্যে একটি আসছে রাশিয়া থেকে। ফলে আপনি যখন তেলের দামের কথা বলবেন, রাশিয়াকে বিবেচনায় রাখতেই হবে। আর এটা নিশ্চিতভাবে পেট্রোল পাম্পে যাওয়া সাধারণ মানুষকে ভোগাবে।’
তিনি জানান, কয়েক বছর ধরেই যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার ওপর বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। এগুলো রাশিয়ার অর্থনীতিকে বড় ধরনের চাপে রেখেছে। তবে এবার কী ধরনের নিষেধাজ্ঞা আসতে পারে তা স্পষ্ট নয়। ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। দেশটির প্রযুক্তি খাত, আর্থিক প্রতিষ্ঠান ও বিশেষ ব্যক্তিরা এই নিষেধাজ্ঞার আওতায় আসতে পারে। এতে রাশিয়ার তেল সরবরাহ ব্যবস্থা ব্যাহত হলে বিশ্ববাজারে তেলের পাইকারি দর বাড়বে তাতে সন্দেহ নাই।
ইউক্রেনের পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের নিয়ন্ত্রিত দুটি অঞ্চলকে রাশিয়া ‘স্বাধীন’ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। সোমবার সেখানে সেনা পাঠিয়েছে মস্কো। রাশিয়ার এই পদক্ষেপের পর দেশটির ওপর কঠোর অবরোধে আরোপের হুমকি দিয়েছে পশ্চিমা দেশগুলো। ইতোমধ্যে এশিয়া ও যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে।