আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার ওপর থেকে তেলের নির্ভরতা কমাতে কাতারের সঙ্গে নতুন এক চুক্তিতে সম্মত হয়েছে ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির দেশ জার্মানি। রাশিয়া জার্মানিতে সবচেয়ে বড় গ্যাস সরবরাহকারী দেশ। কিন্তু গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে রাশিয়ার ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প উৎস থেকে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে জার্মানি। আল জাজিরা জানায়, গত রবিবার কাতারের আমিরের সঙ্গে জার্মানির অর্থমন্ত্রী একটি দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়। সেখানে দ্বিপাক্ষিক সম্পর্ক বিশেষত জ্বালানি ইস্যুতে উভয়ের মধ্যে আলোচনা হয়। পরে জার্মানির অর্থমন্ত্রীর মুখপাত্র জানান, উভয় দেশ জ্বালানি সরবরাহ ইস্যুতে একটি চুক্তিতে পৌঁছাতে সম্মত হয়েছে। এক বিবৃতিতে কাতার জানায়, তারা দীর্ঘদিন যাবত জার্মানিতে জ্বালানি সরবরাহের চেষ্টা করছিল। কিন্তু এতদিন চূড়ান্ত কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি উভয় দেশ। ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে রাশিয়ার ওপর চাপ তৈরিতে সর্বোচ্চ নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা। এর আগে যুক্তরাষ্ট্র রাশিয়া থেকে তেল-গ্যাস-কয়লা আমদানি বন্ধের ঘোষণা দেয়। কিন্তু জার্মানি রাশিয়ার তেল-গ্যাসের ওপর নির্ভরশীল। এ কারণে রাশিয়ার থেকে জ্বালানি আমদানি বন্ধের ঘোষণা দেয়নি জার্মানি। বরং তারা বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানির চেষ্টা করছে।