ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬

জ্বলন্ত কয়লার ওপর দিয়ে হাঁটতে গিয়ে দগ্ধ ২৫

  • আপডেট সময় : ০২:০৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২
  • ১৪৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : সুইজারল্যান্ডের উত্তরাঞ্চলে জ্বলন্ত কয়লার ওপর দিয়ে হাঁটতে গিয়ে অন্তত ২৫ জন দগ্ধ হয়েছেন। দলকে শক্তিশালী করার কৌশল অনুশীলন করতে গিয়ে এমন বিপত্তি ঘটে। স্থানীয় সময় গত মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে। জরুরি সার্ভিস টিমের সদস্যরা খবর পাওয়ার পর ১০টি অ্যাম্বুলেন্সে তাদের উদ্ধার করা হয়। দগ্ধদের মধ্যে গুরুতর ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বলছে, দলটির সদস্যরা কয়েক মিটার লম্বা পাতানো জ্বলন্ত কয়লার ওপর দিয়ে হাঁটছিলেন। তবে কীভাবে তারা সেই কার্যক্রম চালাচ্ছিলেন সেটি সম্পর্কে স্পষ্ট কিছু জানানো হয়নি। জুরিখ শহরের দক্ষিণের ওই এলাকাটিতে তদন্ত শুরু করেছেন সরকারি কর্মকর্তারা। তথ্য-প্রমাণ সংগ্রহ করছেন তারা। গরম কয়লার পাতানো বিছানা দিয়ে হাঁটা, ফায়ার-ওয়াকিং নামেও পরিচিত। কখনো কখনো মোটিভেশনাল কোর্স এবং দাতব্য ইভেন্টগুলোতেও এটি অন্তর্ভুক্ত হয়। এটি বিশ্বের অনেক জায়গায় পরীক্ষার একটি প্রথা হিসেবেও আয়োজন করা হয়। সূত্র: বিবিসি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জ্বলন্ত কয়লার ওপর দিয়ে হাঁটতে গিয়ে দগ্ধ ২৫

আপডেট সময় : ০২:০৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : সুইজারল্যান্ডের উত্তরাঞ্চলে জ্বলন্ত কয়লার ওপর দিয়ে হাঁটতে গিয়ে অন্তত ২৫ জন দগ্ধ হয়েছেন। দলকে শক্তিশালী করার কৌশল অনুশীলন করতে গিয়ে এমন বিপত্তি ঘটে। স্থানীয় সময় গত মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে। জরুরি সার্ভিস টিমের সদস্যরা খবর পাওয়ার পর ১০টি অ্যাম্বুলেন্সে তাদের উদ্ধার করা হয়। দগ্ধদের মধ্যে গুরুতর ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বলছে, দলটির সদস্যরা কয়েক মিটার লম্বা পাতানো জ্বলন্ত কয়লার ওপর দিয়ে হাঁটছিলেন। তবে কীভাবে তারা সেই কার্যক্রম চালাচ্ছিলেন সেটি সম্পর্কে স্পষ্ট কিছু জানানো হয়নি। জুরিখ শহরের দক্ষিণের ওই এলাকাটিতে তদন্ত শুরু করেছেন সরকারি কর্মকর্তারা। তথ্য-প্রমাণ সংগ্রহ করছেন তারা। গরম কয়লার পাতানো বিছানা দিয়ে হাঁটা, ফায়ার-ওয়াকিং নামেও পরিচিত। কখনো কখনো মোটিভেশনাল কোর্স এবং দাতব্য ইভেন্টগুলোতেও এটি অন্তর্ভুক্ত হয়। এটি বিশ্বের অনেক জায়গায় পরীক্ষার একটি প্রথা হিসেবেও আয়োজন করা হয়। সূত্র: বিবিসি।