ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

জোড়া সিনেমা নিয়ে ফিরছেন নিশো

  • আপডেট সময় : ১১:৩৯:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪
  • ৯১ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্র দিয়ে বড় পর্দায় যাত্রা শুরুর পর ডুব দিয়েছিলেন অভিনেতা আফরান নিশো। অভিনেতা করছেন কী, সেই প্রশ্নের উত্তর খুঁজছিলেন ভক্তরা। অপেক্ষার ইতি টেনে ফের বড় পর্দায় নিশোর ফেরার খবর এসেছে। এবার একটি নয়, পরপর আসছে নিশোর দুটি সিনেমা। দুটি সিনেমাই তৈরি হচ্ছে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায়। প্রযোজনা সংস্থা এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ইতোমধ্যে সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন নিশো। ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ) ও ঢাকার প্রযোজনা প্রতিষ্ঠান আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের যৌথ উদ্যোগে বাংলাদেশে গঠিত হয়েছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। নতুন কাজের খবর দিতে সময় নেওয়ার কারণ ব্যাখ্যা করে নিশো বলেন, “যে কোনো সৃষ্টিশীল কাজের সাফল্যের জন্য সময়টা খুবই প্রয়োজন। সিনেমার অপরিহার্য বিষয় হচ্ছে সকল ক্ষেত্রের সঠিক সমন্বয়। সমন্বয় যতটা ভালো হবে, সিনেমা ভালো হওয়ার সম্ভাবনা ততটাই বেড়ে যায়। সে জন্য তো সময় দিতেই হবে। “সময় দেওয়া আর নেওয়ার মাঝেই তো ভালো সিনেমা। তাই মাঝে মাঝে হারিয়ে থাকা প্রয়োজন। তবে এই হারিয়ে থাকা মানে হারিয়ে যাওয়া নয়, এই হারিয়ে থাকা মানে সমন্বয়, তৈরি হওয়া, প্রস্তুত হওয়া। হারিয়ে থাকা যেমন নিখোঁজ সংবাদের আভাস দেয়, তেমনি খুঁজে পাবার আগ্রহ সৃষ্টি করে।“ প্রযোজনা সংস্থা নিয়ে নিশোর ভাষ্য, “এবার আমি খোঁজ পেয়েছি এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্টের। যারা আমার সঙ্গে দুটি সিনেমার চুক্তি করেছে। তারা আমাকে এবং আমি তাদেরকে খুঁজে পেয়েছি, আমি আনন্দিত।”
এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মহেন্দ্র সোনি বলেন, “আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের সাথে আমাদের নতুন উদ্যোগে আফরান নিশোকে ফিরিয়ে আনতে পেরে আমরা রোমাঞ্চিত। তার প্রতিভা এবং কাজ নিঃসন্দেহে আমাদের চলচ্চিত্রগুলোকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।” প্রযোজনা সংস্থার ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, “আফরান নিশোর বড় পর্দায় ফিরে আসা এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা করেছে। আমাদের আসন্ন চলচ্চিত্রগুলোতে তিনি যে অভিনয় কারিশমা দেখাবেন তা দর্শকদের সামনে উন্মোচনের অপেক্ষায় রয়েছি।” দুই সিনেমাতেই মূল চরিত্রে থাকছেন নিশো। তবে সিনেমা এবং পরিচালকের নাম এখনো খোলাসা করেনি প্রযোজনা প্রতিষ্ঠান। দেশের একটি শীর্ষস্থানীয় ওটিটি প্ল্যাটফর্ম এই দুই চলচ্চিত্রের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে। তবে বিষয়টি এখনই প্রকাশ্যে আনতে চায় না এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড।
নিশো অভিনীত প্রথম সিনেমা সুড়ঙ্গ যৌথভাবে প্রযোজনা করেছিল আলফা-আই স্টুডিওজ লিমিটেড ও ওটিটি প্ল্যাটফর্ম চরকি। গত বছর কোরাবির ঈদে মুক্তি পাওয়া সিনেমাটি পরিচালনা করেন নির্মাতা রায়হান রাফি। ‘সুড়ঙ্গ’ মুক্তির পর নিশো বলেছিলেন, আপাতত আর নাটক নয়, বড় পর্দাতেই মনোযোগী হতে চান তিনি।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আবু সাঈদের নৃশংস হত্যাকাণ্ডে গণঅভ্যুত্থানের সূচনা

জোড়া সিনেমা নিয়ে ফিরছেন নিশো

আপডেট সময় : ১১:৩৯:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪

বিনোদন ডেস্ক: ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্র দিয়ে বড় পর্দায় যাত্রা শুরুর পর ডুব দিয়েছিলেন অভিনেতা আফরান নিশো। অভিনেতা করছেন কী, সেই প্রশ্নের উত্তর খুঁজছিলেন ভক্তরা। অপেক্ষার ইতি টেনে ফের বড় পর্দায় নিশোর ফেরার খবর এসেছে। এবার একটি নয়, পরপর আসছে নিশোর দুটি সিনেমা। দুটি সিনেমাই তৈরি হচ্ছে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায়। প্রযোজনা সংস্থা এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ইতোমধ্যে সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন নিশো। ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ) ও ঢাকার প্রযোজনা প্রতিষ্ঠান আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের যৌথ উদ্যোগে বাংলাদেশে গঠিত হয়েছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। নতুন কাজের খবর দিতে সময় নেওয়ার কারণ ব্যাখ্যা করে নিশো বলেন, “যে কোনো সৃষ্টিশীল কাজের সাফল্যের জন্য সময়টা খুবই প্রয়োজন। সিনেমার অপরিহার্য বিষয় হচ্ছে সকল ক্ষেত্রের সঠিক সমন্বয়। সমন্বয় যতটা ভালো হবে, সিনেমা ভালো হওয়ার সম্ভাবনা ততটাই বেড়ে যায়। সে জন্য তো সময় দিতেই হবে। “সময় দেওয়া আর নেওয়ার মাঝেই তো ভালো সিনেমা। তাই মাঝে মাঝে হারিয়ে থাকা প্রয়োজন। তবে এই হারিয়ে থাকা মানে হারিয়ে যাওয়া নয়, এই হারিয়ে থাকা মানে সমন্বয়, তৈরি হওয়া, প্রস্তুত হওয়া। হারিয়ে থাকা যেমন নিখোঁজ সংবাদের আভাস দেয়, তেমনি খুঁজে পাবার আগ্রহ সৃষ্টি করে।“ প্রযোজনা সংস্থা নিয়ে নিশোর ভাষ্য, “এবার আমি খোঁজ পেয়েছি এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্টের। যারা আমার সঙ্গে দুটি সিনেমার চুক্তি করেছে। তারা আমাকে এবং আমি তাদেরকে খুঁজে পেয়েছি, আমি আনন্দিত।”
এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মহেন্দ্র সোনি বলেন, “আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের সাথে আমাদের নতুন উদ্যোগে আফরান নিশোকে ফিরিয়ে আনতে পেরে আমরা রোমাঞ্চিত। তার প্রতিভা এবং কাজ নিঃসন্দেহে আমাদের চলচ্চিত্রগুলোকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।” প্রযোজনা সংস্থার ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, “আফরান নিশোর বড় পর্দায় ফিরে আসা এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা করেছে। আমাদের আসন্ন চলচ্চিত্রগুলোতে তিনি যে অভিনয় কারিশমা দেখাবেন তা দর্শকদের সামনে উন্মোচনের অপেক্ষায় রয়েছি।” দুই সিনেমাতেই মূল চরিত্রে থাকছেন নিশো। তবে সিনেমা এবং পরিচালকের নাম এখনো খোলাসা করেনি প্রযোজনা প্রতিষ্ঠান। দেশের একটি শীর্ষস্থানীয় ওটিটি প্ল্যাটফর্ম এই দুই চলচ্চিত্রের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে। তবে বিষয়টি এখনই প্রকাশ্যে আনতে চায় না এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড।
নিশো অভিনীত প্রথম সিনেমা সুড়ঙ্গ যৌথভাবে প্রযোজনা করেছিল আলফা-আই স্টুডিওজ লিমিটেড ও ওটিটি প্ল্যাটফর্ম চরকি। গত বছর কোরাবির ঈদে মুক্তি পাওয়া সিনেমাটি পরিচালনা করেন নির্মাতা রায়হান রাফি। ‘সুড়ঙ্গ’ মুক্তির পর নিশো বলেছিলেন, আপাতত আর নাটক নয়, বড় পর্দাতেই মনোযোগী হতে চান তিনি।