ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

জোট-মহাজোটে নয়, ৩০০ আসনে নির্বাচন করবে জাপা

  • আপডেট সময় : ০২:৩৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩
  • ১৪০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো জোট বা মহাজোটে নয়, ৩০০টি আসনে জাতীয় পার্টি (জাপা) এককভাবে নির্বাচন করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।
গতকাল মঙ্গলবার (২১ নভেম্বর) রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। নির্বাচন ছাড়া ক্ষমতার পালাবদল সম্ভব নয় মন্তব্য করে মুজিবুল হক চুন্নু বলেন, গত ৩৩ বছরে অনুষ্ঠিত প্রতিটি নির্বাচন নিয়েই সমালোচনা আছে। তত্ত্ববধায়ক সরকারের অধীনে যারা নির্বাচনে জিতেছে তারা বলেছে নির্বাচন সুষ্ঠু হয়েছে। আর যারা ক্ষমতায় যেতে পারেনি তারা বলেছে নির্বাচন সুষ্ঠু হয়নি। বর্তমান নির্বাচন ব্যবস্থায় নির্বাচন শতভাগ সুষ্ঠুভাবে করা সম্ভব নয়। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু করতে আনুপাতিক হারে এরশাদের নির্বাচন পদ্ধতি গ্রহণ করতে হবে। সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় নির্বাচন সামনে এসেছে। আমরা সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন চেয়েছি। তবে নির্বাচনের জন্য শতভাগ আস্থার পরিবেশ এখনো সৃষ্টি হয়নি। আমাদের নির্বাচনের ব্যাপারে জাপা চেয়ারম্যান সিদ্ধান্ত জানাবেন। জাপার মহাসচিব বলেন, মানুষের মনে প্রশ্ন আছে যে, ভোটকেন্দ্রে গেলে তারা ভোট দিতে পারবে কি না। নির্বাচন নিয়ে মানুষের মাঝে শঙ্কা ও সংশয়ও আছে। তাই আমরা ভোটের ব্যাপারে সিদ্ধান্ত নিতে সময় নিচ্ছি। আমরা কোনো জোট বা মহাজোটে নির্বাচন করব না। আমরা ৩০০ আসনে নির্বাচন করব। গতকাল মঙ্গলবার জাপার ৬২২টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে জানিয়ে চুন্নু বলেন, এ নিয়ে দুই দিনে ১১৭৯টি মনোনয়ন ফরম বিক্রি করা হয়েছে।
রংপুর-৩ আসনের মনোনয়নপত্র নিয়েছেন জিএম কাদের: রংপুর-৩ আসন থেকে নির্বাচনে লড়তে মনোনয়নপত্র নিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। গতকাল মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর দেড়টার দিকে রংপুর নির্বাচন অফিস থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক আজমল হোসেন লেবু। এ সময় জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাফিয়ার রহমান শাফি, কেন্দ্রীয় সদস্য আব্দুর রহমান, আইনজীবী ফেডারেশনের সদস্য মাসুদার রহমান, জাপা নেতা আতোয়ার রহমান, নুরন্নবী চৌধুরীসহ অন্যান্য নেতা তার সঙ্গে ছিলেন। মনোনয়নপত্র সংগ্রহ করে জাপা নেতা আজমল হোসেন লেবু বলেন, দলের চেয়ারম্যান ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্দেশে তিনি রংপুর সদর-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সে কারণেই তার মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। তিনি আরও বলেন, নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরমসহ যাবতীয় কাগজপত্র নেওয়া হয়েছে। আজ রাতেই ঢাকায় মনোনয়নপত্রটি দলের চেয়ারম্যানের কাছে পৌঁছানো হবে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জোট-মহাজোটে নয়, ৩০০ আসনে নির্বাচন করবে জাপা

আপডেট সময় : ০২:৩৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো জোট বা মহাজোটে নয়, ৩০০টি আসনে জাতীয় পার্টি (জাপা) এককভাবে নির্বাচন করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।
গতকাল মঙ্গলবার (২১ নভেম্বর) রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। নির্বাচন ছাড়া ক্ষমতার পালাবদল সম্ভব নয় মন্তব্য করে মুজিবুল হক চুন্নু বলেন, গত ৩৩ বছরে অনুষ্ঠিত প্রতিটি নির্বাচন নিয়েই সমালোচনা আছে। তত্ত্ববধায়ক সরকারের অধীনে যারা নির্বাচনে জিতেছে তারা বলেছে নির্বাচন সুষ্ঠু হয়েছে। আর যারা ক্ষমতায় যেতে পারেনি তারা বলেছে নির্বাচন সুষ্ঠু হয়নি। বর্তমান নির্বাচন ব্যবস্থায় নির্বাচন শতভাগ সুষ্ঠুভাবে করা সম্ভব নয়। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু করতে আনুপাতিক হারে এরশাদের নির্বাচন পদ্ধতি গ্রহণ করতে হবে। সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় নির্বাচন সামনে এসেছে। আমরা সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন চেয়েছি। তবে নির্বাচনের জন্য শতভাগ আস্থার পরিবেশ এখনো সৃষ্টি হয়নি। আমাদের নির্বাচনের ব্যাপারে জাপা চেয়ারম্যান সিদ্ধান্ত জানাবেন। জাপার মহাসচিব বলেন, মানুষের মনে প্রশ্ন আছে যে, ভোটকেন্দ্রে গেলে তারা ভোট দিতে পারবে কি না। নির্বাচন নিয়ে মানুষের মাঝে শঙ্কা ও সংশয়ও আছে। তাই আমরা ভোটের ব্যাপারে সিদ্ধান্ত নিতে সময় নিচ্ছি। আমরা কোনো জোট বা মহাজোটে নির্বাচন করব না। আমরা ৩০০ আসনে নির্বাচন করব। গতকাল মঙ্গলবার জাপার ৬২২টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে জানিয়ে চুন্নু বলেন, এ নিয়ে দুই দিনে ১১৭৯টি মনোনয়ন ফরম বিক্রি করা হয়েছে।
রংপুর-৩ আসনের মনোনয়নপত্র নিয়েছেন জিএম কাদের: রংপুর-৩ আসন থেকে নির্বাচনে লড়তে মনোনয়নপত্র নিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। গতকাল মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর দেড়টার দিকে রংপুর নির্বাচন অফিস থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক আজমল হোসেন লেবু। এ সময় জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাফিয়ার রহমান শাফি, কেন্দ্রীয় সদস্য আব্দুর রহমান, আইনজীবী ফেডারেশনের সদস্য মাসুদার রহমান, জাপা নেতা আতোয়ার রহমান, নুরন্নবী চৌধুরীসহ অন্যান্য নেতা তার সঙ্গে ছিলেন। মনোনয়নপত্র সংগ্রহ করে জাপা নেতা আজমল হোসেন লেবু বলেন, দলের চেয়ারম্যান ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্দেশে তিনি রংপুর সদর-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সে কারণেই তার মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। তিনি আরও বলেন, নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরমসহ যাবতীয় কাগজপত্র নেওয়া হয়েছে। আজ রাতেই ঢাকায় মনোনয়নপত্রটি দলের চেয়ারম্যানের কাছে পৌঁছানো হবে।