ঢাকা ০৬:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

জোট বাঁধল শেল্টেক্ ও বার্জার পেইন্টস

  • আপডেট সময় : ০৫:৪২:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

বাণিজ্য ডেস্ক : একে অপরের অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগাতে জোট বেঁধেছে আবাসন খাতের কোম্পানি শেল্টেক্ গ্রুপ এবং রং কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড। এই লক্ষে দুই কোম্পানির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে বলে শেলটেকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সেখানে বলা হয়, গত বুধবার ঢাকার পান্থপথে শেল্টেকের প্রধান কার্যালয়ে কোম্পানির কার্যনির্বাহী পরিচালক মো. শরীফ হোসেন ভূঁইয়া এবং বার্জার পেইন্টস বাংলাদেশের চিফ বিজনেস অফিসার এ কে এম সাদেক নওয়াজ চুক্তিতে সই করেন।

শরীফ হোসেন ভূঁইয়া চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বলেন, “আমরা বার্জার পেইন্টসের সঙ্গে এই অংশীদারত্বে অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। এই সহযোগিতার মাধ্যমে, দুটি প্রতিষ্ঠান একে অপরের অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে গ্রাহকদের জন্য অত্যাধুনিক আবাসিক ও বাণিজ্যিক স্থান তৈরি করবে, যা শুধু কার্যকরী নয়, বরং নান্দনিক দিক থেকেও পরিপূর্ণ হবে।” সাদেক নওয়াজ বলেন, ” শেল্টেক্ গ্রুপের সঙ্গে এই সহযোগিতার জন্য আমরা তাদের আন্তরিক ধন্যবাদ জানাই এবং এটি উভয় প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ।” অন্যদের মধ্যে শেল্টেক্ গ্রুপের উপদেষ্টা- নওশাদ চৌধুরী, শেল্টেক্ (প্রা.) লিমিটেডের সিওও- শাহ্জাহান, এবং শেল্টেক্ (প্রা.) লিমিটেডের হেড অফ প্রোকিউরমেন্ট মো. হাছানুর রশীদসহ দুই কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জোট বাঁধল শেল্টেক্ ও বার্জার পেইন্টস

আপডেট সময় : ০৫:৪২:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫

বাণিজ্য ডেস্ক : একে অপরের অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগাতে জোট বেঁধেছে আবাসন খাতের কোম্পানি শেল্টেক্ গ্রুপ এবং রং কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড। এই লক্ষে দুই কোম্পানির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে বলে শেলটেকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সেখানে বলা হয়, গত বুধবার ঢাকার পান্থপথে শেল্টেকের প্রধান কার্যালয়ে কোম্পানির কার্যনির্বাহী পরিচালক মো. শরীফ হোসেন ভূঁইয়া এবং বার্জার পেইন্টস বাংলাদেশের চিফ বিজনেস অফিসার এ কে এম সাদেক নওয়াজ চুক্তিতে সই করেন।

শরীফ হোসেন ভূঁইয়া চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বলেন, “আমরা বার্জার পেইন্টসের সঙ্গে এই অংশীদারত্বে অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। এই সহযোগিতার মাধ্যমে, দুটি প্রতিষ্ঠান একে অপরের অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে গ্রাহকদের জন্য অত্যাধুনিক আবাসিক ও বাণিজ্যিক স্থান তৈরি করবে, যা শুধু কার্যকরী নয়, বরং নান্দনিক দিক থেকেও পরিপূর্ণ হবে।” সাদেক নওয়াজ বলেন, ” শেল্টেক্ গ্রুপের সঙ্গে এই সহযোগিতার জন্য আমরা তাদের আন্তরিক ধন্যবাদ জানাই এবং এটি উভয় প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ।” অন্যদের মধ্যে শেল্টেক্ গ্রুপের উপদেষ্টা- নওশাদ চৌধুরী, শেল্টেক্ (প্রা.) লিমিটেডের সিওও- শাহ্জাহান, এবং শেল্টেক্ (প্রা.) লিমিটেডের হেড অফ প্রোকিউরমেন্ট মো. হাছানুর রশীদসহ দুই কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।