বিনোদন প্রতিবেদক : জেলায় জেলায় ঘুরে রাঁধুনি খুঁজছেন নিরব। কারণ একটি রান্নার অনুষ্ঠানের বিচারকের ভূমিকা পালন করছেন এই মডেল-অভিনেতা। ডিসেম্বর থেকে দেশব্যাপী শুরু হয়েছে ‘মার্কস ডেজার্ট কুইন’ নামের প্রতিযোগিতা। যেখানে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে রাঁধুনি খুঁজে নিয়ে আসতে হয়। যাঁরা ঢাকার মূল পর্বে অংশ নেবেন। প্রত্যন্ত অঞ্চল থেকে রাঁধুনি বাছাই প্রসঙ্গে নিরব জানান, এরই মধ্যে তিনি চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ১০টি জেলায় বিচারকের দায়িত্ব পালন করেছেন। আগামী ছয় মাস এই প্রতিযোগিতার জেলা পর্যায়ের বাছাই পর্ব চলবে। এ সময়ের মধ্যে ৬৪ জেলার বাছাই সম্পন্ন হবে। অভিনয়ের বাইরে এ কাজের অভিজ্ঞতা জানিয়ে নিরব বলেন, ‘রান্নার বিচার করা খুব যে সহজ তা নয়। তবে চেষ্টা করছি। অনেকের সঙ্গে পরিচয় হচ্ছে, নতুন নতুন বিষয়ের মুখোমুখি হচ্ছি। ভালো লাগছে। আগামী ছয় মাস এই কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে। তারপর ঢাকায় গালা রাউন্ডে চূড়ান্ত বিজয়ী নির্বাচন করা হবে।