প্রত্যশা ডেস্ক: জেরুজালেমের রামত শহরে একটি বাস স্টপে অপেক্ষারত লোকজনের ওপর বন্দুকধারীর গুলিতে অন্তত ছয়জন নিহত ও ১১ জন আহত হয়েছে। ইসরায়েলি অ্যাম্বুলেন্স সার্ভিস ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ), স্থানীয় প্যারামেডিক ও পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি। ঘটনাস্থল পরিদর্শন করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
এমডিএ প্রথমে জানিয়েছে, গুলিতে পাঁচজন নিহত হয়েছেন যার মধ্যে একজন ৫০ বছর বয়সী পুরুষ রয়েছেন। এছাড়া আরও তিনজন তরুণ রয়েছেন যাদের বয়স ৩০ এর কাছাকাছি। ৫০ বছর বয়সী এক নারীকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়, পরে তাকে মৃত ঘোষণা করা হয়েছে। যে ১২ জন আহত হয়েছেন, তার মধ্যে গুলিবিদ্ধ সাতজনের অবস্থা গুরুতর।
এরপর এক সংবাদ সম্মেলনে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার বলেছেন, গুলিবর্ষণে নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। এতে অনেক আহত হয়েছেন, যার মধ্যে একজন গর্ভবতী নারীও রয়েছেন।
ইসরায়েলি পুলিশ জানিয়েছে, জেরুজালেমের উত্তর শহরতলীর রামত জংশনে একটি বাস স্টপে দু’জন ‘সন্ত্রাসী’ গুলি চালায়। একজন নিরাপত্তা কর্মকর্তা ও বেসামরিক একজন ব্যক্তি পাল্টা গুলি চালিয়ে তাদের দমন করে।
হামলার একটি দৃশ্যের ছবি দেখা গেছে, যেখানে ভিড় জমেছে বলে মনে হচ্ছে। একটি বাসের জানালায় বুলেটের চিহ্ন দেখা যাচ্ছে। এলাকাটিতে সৈন্য ও পুলিশসহ জরুরি কর্মীদের বিশাল উপস্থিতি রয়েছে।
কোনো সশস্ত্র গোষ্ঠীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ হামলার দায় স্বীকার করা হয়নি।। পুলিশ জানিয়েছে, ওই এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে বোমা নিষ্ক্রিয়করণ দলও কাজ করতে শুরু করেছে।
ইসরায়েলি পুলিশ ও ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এ ঘটনায় পৃথক বিবৃতি প্রকাশ করেছে। ইসরায়েলি পুলিশ বলেছে, স্থানীয় সময় সকাল সায়া ১০টায় এ হামলাটি ঘটে, যখন রামত জংশনের কাছে একটি বাস স্টপে দুজন ব্যক্তি গুলি চালায়। বাসস্টপে একজন সৈন্য এবং বেশ কয়েকজন বেসামরিক ব্যক্তি আক্রমণকারীদের সঙ্গে লড়াই করে এবং পাল্টা গুলি চালায়। এতে সন্দেহভাজন উভয়কেই হত্যা করা হয়।
বিবৃতিতে বলা হয়, ঘটনাস্থলে কর্মকর্তাদের পাঠানো হয়েছে। মেডিকেল টিমের সহায়তায় আহতদের সরিয়ে নেওয়া হয়েছে। আক্রমণকারীদের ব্যবহৃত অস্ত্র ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে।
আইডিএফ জানিয়েছে, তারা ওই এলাকায় সৈন্য পাঠিয়েছে। সন্দেহভাজনদের সন্ধান করা হচ্ছে। আইডিএফ সৈন্যরা সন্ত্রাসবাদ প্রতিহত করতে এবং প্রতিরক্ষা প্রচেষ্টা জোরদার করতে দখলকৃত পশ্চিম তীরের রামাল্লাহর উপকণ্ঠে বেশ কয়েকটি এলাকা ঘেরাও করেছে।
অনলাইনে শেয়ার করা বিবিসির যাচাইকৃত একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, কালো পোশাক পরা লোকজন রাস্তা পার হচ্ছেন। গুলি চালানোর দৃশ্যও দেখা গেছে। তবে তারা কারা তা স্পষ্ট নয়।
ওআ/আপ্র/০৮/০৯/২০২৫