ঢাকা ০৭:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

জেরুজালেমে দ্বিতীয় রাতেও সহিংসতা, আহত ৮০

  • আপডেট সময় : ১২:২৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ৯ মে ২০২১
  • ১৯৪ বার পড়া হয়েছে


আন্তর্জাতিক ডেস্ক : বিক্ষোভকারীরা পুলিশের দিকে ইটপাটকেল ছুঁড়েছে এবং পুরনো শহরের দামেস্ক গেটের কাছে আগুন জ্বালিয়ে দেয়। পুলিশ কর্মকর্তারাও স্টান গ্রেনেড ও জলকামান ব্যবহার করেছে।
দ্বিতীয় রাতের মতো জেরুজালেমে পুলিশ ও ফিলিস্তিনিদের মধ্যে সহিংসতা চলেছে, যাতে অন্তত ৮০ জন মানুষ আহত হয়েছেন। বিক্ষোভকারীরা পুলিশের দিকে ইটপাটকেল ছুঁড়েছে এবং পুরনো শহরের দামেস্ক গেটের কাছে আগুন জ্বালিয়ে দেয়। জবাবে পুলিশ কর্মকর্তারা স্টান গ্রেনেড ও জলকামান ব্যবহার করেছে। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, সংঘর্ষে অন্তত ৮০ জন ফিলিস্তিনি আহত হয়েছে, যাদের মধ্যে ১৪ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। ইসরায়েলি পুলিশ জানিয়েছে, অন্তত একজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।
ইসরায়েলি বসতি স্থাপনের জন্য পূর্ব জেরুজালেমের বাড়িঘর থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করার সম্ভাবনায় সেখানে বেশ কয়েকদিন ধরে যে উত্তেজনা চলছে, তারই ধারাবাহিকতায় দ্বিতীয় দিনের মতো এই সহিংসতা ঘটল। এর আগে গত শুক্রবার রাতে আল-আকসা মসজিদের কাছে সহিংসতায় ২০০ জনের বেশি ফিলিস্তিনি এবং অন্তত ১৭ জন ইসরায়েলি পুলিশ আহত হন বলে স্বাস্থ্যকর্মী ও পুলিশ জানিয়েছে। দ্বিতীয় রাত তথা গত শনিবারের সহিংসতার শুরু হয় জেরুজালেমের দামেস্ক গেটে, যখন ইসলাম ধর্মের পবিত্র রাত লাইলাতুল আল-কদর উপলক্ষে হাজার হাজার মুসলমান আল-আকসা মসজিদে নামাজ আদায় করেন। এর আগে গত শনিবার মসজিদ অভিমুখে নামাজিদের নিয়ে যাওয়া অনেক বাস আটকে দেয় ইসরায়েলি পুলিশ। গত শুক্রবারের সহিংসতার কারণে বেশ কয়েকজন ফিলিস্তিনিকে গ্রেফতারও করা হয়।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জেরুজালেমে দ্বিতীয় রাতেও সহিংসতা, আহত ৮০

আপডেট সময় : ১২:২৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ৯ মে ২০২১


আন্তর্জাতিক ডেস্ক : বিক্ষোভকারীরা পুলিশের দিকে ইটপাটকেল ছুঁড়েছে এবং পুরনো শহরের দামেস্ক গেটের কাছে আগুন জ্বালিয়ে দেয়। পুলিশ কর্মকর্তারাও স্টান গ্রেনেড ও জলকামান ব্যবহার করেছে।
দ্বিতীয় রাতের মতো জেরুজালেমে পুলিশ ও ফিলিস্তিনিদের মধ্যে সহিংসতা চলেছে, যাতে অন্তত ৮০ জন মানুষ আহত হয়েছেন। বিক্ষোভকারীরা পুলিশের দিকে ইটপাটকেল ছুঁড়েছে এবং পুরনো শহরের দামেস্ক গেটের কাছে আগুন জ্বালিয়ে দেয়। জবাবে পুলিশ কর্মকর্তারা স্টান গ্রেনেড ও জলকামান ব্যবহার করেছে। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, সংঘর্ষে অন্তত ৮০ জন ফিলিস্তিনি আহত হয়েছে, যাদের মধ্যে ১৪ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। ইসরায়েলি পুলিশ জানিয়েছে, অন্তত একজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।
ইসরায়েলি বসতি স্থাপনের জন্য পূর্ব জেরুজালেমের বাড়িঘর থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করার সম্ভাবনায় সেখানে বেশ কয়েকদিন ধরে যে উত্তেজনা চলছে, তারই ধারাবাহিকতায় দ্বিতীয় দিনের মতো এই সহিংসতা ঘটল। এর আগে গত শুক্রবার রাতে আল-আকসা মসজিদের কাছে সহিংসতায় ২০০ জনের বেশি ফিলিস্তিনি এবং অন্তত ১৭ জন ইসরায়েলি পুলিশ আহত হন বলে স্বাস্থ্যকর্মী ও পুলিশ জানিয়েছে। দ্বিতীয় রাত তথা গত শনিবারের সহিংসতার শুরু হয় জেরুজালেমের দামেস্ক গেটে, যখন ইসলাম ধর্মের পবিত্র রাত লাইলাতুল আল-কদর উপলক্ষে হাজার হাজার মুসলমান আল-আকসা মসজিদে নামাজ আদায় করেন। এর আগে গত শনিবার মসজিদ অভিমুখে নামাজিদের নিয়ে যাওয়া অনেক বাস আটকে দেয় ইসরায়েলি পুলিশ। গত শুক্রবারের সহিংসতার কারণে বেশ কয়েকজন ফিলিস্তিনিকে গ্রেফতারও করা হয়।