বিনোদন ডেস্ক: বদরুল আনাম সৌদ পরিচালিত নতুন সিনেমা ‘শ্যামা কাব্য’। ২০১৯-২০ অর্থবছরের সরকারি অনুদান পেয়েছিল ছবিটি। ছবিটি পরিচালনার কাহিনী, সংলাপ, চিত্রনাট্যও লিখেছেন সৌদ নিজে। কয়েক বছর আগেই একইভাবে সরকারি অনুদানের এই পরিচালক নির্মাণ করেছিলেন ‘গহীন বালুচর’ সিনেমা। আর এর মাধ্যমে অভিনেত্রী জেনিকে অনেকদিন পর দেখা যাবে সিনেমায়। জানা গেছে, ‘শ্যামা কাব্য’ চলতি মাসের ২৪ তারিখ মুক্তি পাবে। এরপর নতুন বছরের শুরুতে দেশের কোনো ওটিটি প্ল্যাটফরমে মুক্তি পাওয়ার কথা রয়েছে। জেনি ছাড়াও সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সোহেল ম-ল, নীলাঞ্জনা নীলা, ইন্তেখাব দিনার, নওরীন শাহাদাৎ হোসেন, সাজু খাদেম, রিমি করিম, এ কে আজাদ ও সেতু প্রমুখ। ছবিটির প্রযোজক হিসেবে রয়েছে সুবর্ণা মুস্তাফা ও বদরুল আনাম সৌদ। চলতি বছরের শুরুতে সেন্সর ছাড়পত্র পায় এ সিনেমাটি। সম্প্রতি প্যারিসে আয়োজিত গঁজ সুর স্যেন চলচ্চিত্র উৎসবে বেশ কয়েকটি পুরস্কার জিতেছে সিনেমাটি। এরমধ্যে বিশেষ জুরি অ্যাওয়ার্ড, সেরা মৌলিক চিত্রনাট্য, সেরা চলচ্চিত্র এবং সেরা সম্পাদনা, মোট ৪টি বিভাগে পুরস্কার পায় ‘শ্যামা কাব্য’। জেনি বলেন, এখানে আমাকে বেশ ভিন্নধর্মী একটি চরিত্রে দেখা যাবে। চ্যালেঞ্জ ছিল কাজটিতে। আমার বিশ্বাস দর্শকদের ভালো লাগবে ছবিটি।

























