নড়াইল সংবাদদাতা: জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ নিয়েছেন নড়াইলের সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, আলেম-ওলামাসহ নানা শ্রেণির মানুষ। জেলা প্রশাসকের কার্যালয়ে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
নড়াইল জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সারাদেশের মতো নড়াইলেও জুলাই পুর্নজাগরণে সমাজ গঠনে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রথমে ভিডিও কনফারেন্সে দেশের অন্যান্য জেলার সাথে নড়াইল জেলা যুক্ত হন। আলোচনার এক পর্যায়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপস্থিত সরকারী কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণির মানুষকে শপথবাক্য পাঠ করান প্রধান অতিথি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস. মুরশিদ।
শপথ শেষে নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক জেডএম মিজানুর রহমান খান, মহিলা কার্যালয়ের উপ-পরিচালক মৌসুমী মজুমদার, শহর সমাজ সেবা অফিসার সুজা উদ্দীন প্রমুখ।
ঈশানগাতীতে সাপের দংশনে শিশুর মৃত্যু
এদিকে নড়াইলের লোহাগড়া উপজেলায় সাপের দংশনে মাদ্রাসাছাত্র নাঈম শেখের (১০) মৃত্যু হয়েছে। উপজেলার কাশিপুর ইউনিয়নের ঈশানগাতী গ্রামের পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।
মৃত নাঈম শেখ উপজেলার কাশিপুর ইউনিয়নের ঈশানগাতি পূর্ব পাড়ার জাকির শেখের ছেলে। সে স্থানীয় ঈশানগাতী মাদরাসার তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল।
নাঈম শেখ রাতে মায়ের সঙ্গে ঘরে ঘুমিয়েছিল। শুয়ে থাকা অবস্থায় তাকে সাপে দংশনের পর তার মা টের পেয়ে পরিবারের অন্য লোকজনকে নিয়ে প্রথমে কলাগাছি গ্রামের খোকন কবিরাজের কাছে নেয়। অবস্থা খারাপ দেখে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এরপর নড়াইল জেলা হাসপাতালে চিকিৎসা শুরুর মুহূর্তেই সে মারা যায়।
আজকের প্রত্যাশা/কেএমএএ