ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫

জুলাই সনদ ১০ অক্টোবরের মধ্যে সরকারকে দিতে চায় কমিশন

  • আপডেট সময় : ০৬:৪৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: জুলাই সনদের সুনির্দিষ্ট বাস্তবায়ন প্রক্রিয়া ১০ অক্টোবরের মধ্যে সরকারের কাছে হস্তান্তর করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। এজন্য প্রক্রিয়া চূড়ান্ত করতে আজই নিষ্পত্তিতে আসার আশা প্রকাশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন।

বুধবার (৮ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পঞ্চম দিনের আলোচনার শুরুতে এই আশাবাদ ব্যক্ত করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ।

আলী রীয়াজ বলেন, ‘গত দিনে যে অগ্রগতি হয়েছে, আজ বাকি অংশ নিষ্পত্তি করতে পারব আশা করি। সারা দেশ অপেক্ষায় আছে, আমরা ঐকমত্যে পৌঁছাতে পারব, যাতে পথরেখা তৈরি হবে।’ তিনি জানান, দলগুলোর পক্ষ থেকে সুনির্দিষ্ট একটি প্রস্তাবনা এলে সেটিই সরকারকে জানানো হবে এবং আজ নিষ্পত্তিতে আসা গেলে আজই শেষ আলোচনা। তিনি দ্রুত একটি সুনির্দিষ্ট প্রস্তাবনা সরকারের কাছে হস্তান্তরের জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান।

ড. রীয়াজ গণভোট বাস্তবায়ন নিয়ে সুনির্দিষ্ট মতামত জানানোর পাশাপাশি সনদের কিছু বিষয়ে যারা ‘নোট অব ডিসেন্ট’ (আপত্তি বা দ্বিমত) দিয়েছেন, সে বিষয়েও গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, জনগণের সম্মতির ক্ষেত্রে এই আপত্তিগুলো সম্পর্কে জানানো জরুরি, যাতে তারা জেনেশুনে সম্মতি দিতে পারেন।’

আলী রীয়াজ বলেন, গণভোটে নোট অব ডিসেন্ট থাকা বিষয়ে আলাদাভাবে জনগণের মতামত নেওয়া যায় কি না, সেটিও কমিশনকে ভাবতে হবে।

কমিশন তাদের সময়সীমা উল্লেখ করে জানায়, ১০ অক্টোবরের মধ্যে জুলাই সনদের সুনির্দিষ্ট বাস্তবায়ন প্রক্রিয়া সরকারের কাছে হস্তান্তর করতে চায় কমিশন। আর ১৫ তারিখের মধ্যেই সম্পন্ন করতে চায় স্বাক্ষর অনুষ্ঠান। কমিশন প্রয়োজনে আরও দু-এক দিন আলোচনা করতে প্রস্তুত, তবে তারা মেয়াদের মধ্যেই পুরো কাজ শেষ করতে চায়।

বুধবারের বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপির সদস্যসচিব আখতার হোসেনসহ প্রায় ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধি অংশ নেন।

ওআ/আপ্র/০৮/১০/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জুলাই সনদ ১০ অক্টোবরের মধ্যে সরকারকে দিতে চায় কমিশন

আপডেট সময় : ০৬:৪৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: জুলাই সনদের সুনির্দিষ্ট বাস্তবায়ন প্রক্রিয়া ১০ অক্টোবরের মধ্যে সরকারের কাছে হস্তান্তর করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। এজন্য প্রক্রিয়া চূড়ান্ত করতে আজই নিষ্পত্তিতে আসার আশা প্রকাশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন।

বুধবার (৮ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পঞ্চম দিনের আলোচনার শুরুতে এই আশাবাদ ব্যক্ত করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ।

আলী রীয়াজ বলেন, ‘গত দিনে যে অগ্রগতি হয়েছে, আজ বাকি অংশ নিষ্পত্তি করতে পারব আশা করি। সারা দেশ অপেক্ষায় আছে, আমরা ঐকমত্যে পৌঁছাতে পারব, যাতে পথরেখা তৈরি হবে।’ তিনি জানান, দলগুলোর পক্ষ থেকে সুনির্দিষ্ট একটি প্রস্তাবনা এলে সেটিই সরকারকে জানানো হবে এবং আজ নিষ্পত্তিতে আসা গেলে আজই শেষ আলোচনা। তিনি দ্রুত একটি সুনির্দিষ্ট প্রস্তাবনা সরকারের কাছে হস্তান্তরের জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান।

ড. রীয়াজ গণভোট বাস্তবায়ন নিয়ে সুনির্দিষ্ট মতামত জানানোর পাশাপাশি সনদের কিছু বিষয়ে যারা ‘নোট অব ডিসেন্ট’ (আপত্তি বা দ্বিমত) দিয়েছেন, সে বিষয়েও গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, জনগণের সম্মতির ক্ষেত্রে এই আপত্তিগুলো সম্পর্কে জানানো জরুরি, যাতে তারা জেনেশুনে সম্মতি দিতে পারেন।’

আলী রীয়াজ বলেন, গণভোটে নোট অব ডিসেন্ট থাকা বিষয়ে আলাদাভাবে জনগণের মতামত নেওয়া যায় কি না, সেটিও কমিশনকে ভাবতে হবে।

কমিশন তাদের সময়সীমা উল্লেখ করে জানায়, ১০ অক্টোবরের মধ্যে জুলাই সনদের সুনির্দিষ্ট বাস্তবায়ন প্রক্রিয়া সরকারের কাছে হস্তান্তর করতে চায় কমিশন। আর ১৫ তারিখের মধ্যেই সম্পন্ন করতে চায় স্বাক্ষর অনুষ্ঠান। কমিশন প্রয়োজনে আরও দু-এক দিন আলোচনা করতে প্রস্তুত, তবে তারা মেয়াদের মধ্যেই পুরো কাজ শেষ করতে চায়।

বুধবারের বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপির সদস্যসচিব আখতার হোসেনসহ প্রায় ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধি অংশ নেন।

ওআ/আপ্র/০৮/১০/২০২৫