নিজস্ব প্রতিবেদক: জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রক্রিয়া ‘সঠিকভাবে’ পালন করতে পারলে ‘বাংলাদেশ অতীত থেকে মুক্ত হতে পারবে’ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে ঐকমত্য কমিশনের সভাপতি, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশমালা হস্তান্তরের পর তিনি এ মন্তব্য করেন। ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজের নেতৃত্বে কমিশনের সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের সুপারিশমালা সরকারপ্রধানের হাতে তুলে দেন। পরে প্রধান উপদেষ্টার প্রেস অফিস থেকে তার বক্তব্যের একটি ভিডিও ক্লিপ সংবাদমাধ্যমে সরবরাহ করা হয়।
‘আজকে একটা মহান ঐতিহাসিক দিবস’- এ কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, “আমরা শুরু করেছিলাম অভ্যুত্থান, তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল জুলাই ঘোষণা। জুলাই ঘোষণার পরে জুলাই সনদ। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ দিন-এই জুলাই সনদের বাস্তবায়নের প্রক্রিয়া। এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয়, এটা ঐতিহাসিক পরিবর্তন।
দীর্ঘ এক বছরের আলোচনার ভিত্তিতে রাষ্ট্র সংস্কারের যেসব উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে, সেগুলো বাস্তবায়নের অঙ্গীকার সম্বলিত জুলাই জাতীয় সনদ গত ১৭ অক্টোবর স্বাক্ষরিত হয়। ঐকমত্য কমিশনের সংলাপে অংশ নেওয়া ২৫টি রাজনৈতিক দলের নেতাদের পাশাপাশি প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা এই রাজনৈতিক সমঝোতার দলিলে সই করেছেন।
তবে জুলাই অভ্যুত্থানের সামনের সারির ছাত্রনেতাদের নিয়ে গড়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপি ও বাম ধারার চার দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদ ও বাসদ-মার্কসবাদী জুলাই সনদ স্বাক্ষর করেনি। সংস্কার উদ্যোগগুলোর বাস্তবায়ন কীভাবে হবে, সে বিষয়ে জুলাই সনদে কিছু বলা হয়নি। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতভিন্নতা থাকায় আলাদাভাবে আলোচনা করে বিশেষজ্ঞদের মতামত নিয়ে ঐকমত্য কমিশন তাদের সুপারিশ চূড়ান্ত করেছে। প্রধান উপদেষ্টা বলেন, আজকে কমিশন আমাদের হাতে যেটা দেবে, সেটার বাস্তবায়ন প্রক্রিয়াটা যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি এবং কাজ এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে বাংলাদেশ অতীত থেকে মুক্ত হয়ে যাবে। তিনি বলেন, এটি হল-আমরা সেই অতীত থেকে মুক্ত হতে চাই, নতুনভাবে বাংলাদেশ গড়ার কাজে নিযুক্ত হতে চাই-সেটার পথ দেখাবে আমাদের এই সনদের বাস্তবায়ন কীভাবে হবে তা। আমি অধ্যাপক আলী রীয়াজ এবং কমিশনের সদস্য সবাইকে শুরুতেই ধন্যবাদ জানিয়ে রাখছি এই ঐতিহাসিক দিনটির সূত্রপাত করার জন্য, ঐতিহাসিক দিনটিকে বাস্তবে রূপ দেওয়ার জন্য। তাদের এই দীর্ঘ পরিশ্রমের ফসল হিসেবে আজ আমরা বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে জানতে পারব, সেটি নিয়ে আমরা আলাপ করব।
সুপারিশমালা হস্তান্তরের সময় জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজের সঙ্গে ছিলেন কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, অবসরপ্রাপ্ত বিচারপতি মো. এমদাদুল হক, ইফতেখারুজ্জামান ও মোহাম্মদ আইয়ুব মিয়া। গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের গণতান্ত্রিক উত্তরণে রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। দুই ধাপে ১১টি সংস্কার কমিশন গঠনের মধ্য দিয়ে সংস্কার প্রক্রিয়া শুরু হয়। সংবিধান, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন ও পুলিশ সংস্কার কমিশনের মধ্যে প্রথম পাঁচটি কমিশনের গুরুত্বপূর্ণ প্রস্তাব নিয়ে দীর্ঘ সংলাপ, বৈঠক ও তর্কবিতর্কের পর জুলাই সনদ গ্রহণ করা হয়।
ভোটের নিরাপত্তায় দ্রুত বডিক্যাম কেনার নির্দেশ: আগামী জাতীয় নির্বাচনকে স্বচ্ছ, শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য দ্রুত পর্যাপ্ত সংখ্যক বডি-ওর্ন-ক্যামেরা কেনার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। ডিসেম্বরের মধ্যেই বডি-অন-ক্যামেরা কেনার প্রক্রিয়া ও প্রয়োজনীয় প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন তিনি, যাতে নির্বাচনকালীন সময়ের সহিংসতা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কার্যকরভাবে প্রতিরোধ করা যায়। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে প্রধান উপদেষ্টার এ নির্দেশনার বিষয়টি প্রধান উপদেষ্টার দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়ক হিসেবে ৪০ হাজার বডি-ওর্ন ক্যামেরা (বডিক্যাম) কেনার সরকারের সিদ্ধান্ত নিয়েছে। গেল ২৩ সেপ্টেম্বর সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছিলেন, জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনকারী পুলিশদের জন্য বডি ক্যামেরা দেওয়া হবে। ৪০ হাজারের অধিক বডি ক্যামেরার জন্য প্রাথমিকভাবে পরিকল্পনা করা হয়েছে। আমরা এটা অনুমোদন করেছি। বডি ক্যামেরা কেনার খরচ সম্পর্কে কিছু না বললেও তিনি বলেছেন, জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি-ইউএনডিপির মাধ্যমে এগুলো কেনা হবে।
যমুনায় বৈঠকে সরকারপ্রধান বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য সম্ভাব্য সব প্রস্তুতি দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে হবে। ভোটারদের মধ্যে এমন আস্থা তৈরি করতে হবে, যাতে তারা অনুভব করেন যে নির্বাচনের জন্য একটি অনুকূল ও নিরাপদ পরিবেশ বিদ্যমান। তিনি বলেন, নির্বাচনকেন্দ্রিক যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে আইন প্রয়োগের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি এমন একটি কাঠামো গড়ে তুলতে হবে, যেখানে পরিস্থিতি অবনতির কোনো সুযোগ কেউ না পায়।
বৈঠকে প্রধান উপদেষ্টার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, দেশে বর্তমানে যে পরিমাণ বডি-ওর্ন-ক্যামেরা মজুত রয়েছে, সেগুলো ব্যবহার করে পুলিশ সদস্যদের প্রাথমিক প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নতুন ক্যামেরাগুলো এসে পৌঁছলে প্রতিটি জেলায় পুলিশ সদস্যদের প্রশিক্ষণ প্রদান করা হবে। বডি-ওর্ন-ক্যামেরার সাহায্যে নির্বাচনের সময় ভোটকেন্দ্রের পরিস্থিতি কেন্দ্রীয়ভাবে মনিটরিংয়ের পাশাপাশি প্রতিটি থানা ও জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকেও তা পর্যবেক্ষণ করা সম্ভব হবে, বলেন তিনি। বৈঠকে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/২৮/১০/২০২৫






















