নিজস্ব প্রতিবেদক: বাস্তবায়ন প্রক্রিয়া না দেখে জুলাই সনদে সাইন করে বিএনপি ভুল করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর বাংলামোটরে এনসিপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
নাসীরুদ্দীন বলেন, বাস্তবায়ন প্রক্রিয়া না দেখে জুলাই সনদে সাইন করে বিএনপি ভুল করেছে। এখন অন্যের ওপর না চাপিয়ে, ভুলের কাফফারা দিন।
তিনি বলেন, ‘ঐকমত্য কমিশনের পক্ষ থেকে যখন জুলাই সনদের ড্রাফট দেয়া হবে, তা দেখেই আমরা স্বাক্ষরের সিদ্ধান্ত নেব।’
গণভোট আগে নাকি জাতীয় নির্বাচনের সঙ্গে হবে–এটা বিএনপি-জামায়াতের ‘মল্লযুদ্ধ’ আখ্যা দিয়ে এনসিপির এ নেতা বলেন, ‘এই তর্ক সৃষ্টি করে জুলাই সনদ বাস্তবায়ন বাধাগ্রস্ত করা যাবে না। এমন তর্ক যারা করছে তারা ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন।’
নাসীরুদ্দীন বলেন, গণভোট যে কোনো সময়ে হলেই এনসিপি শুভকামনা জানাবে, তবে তা অবশ্যই সুষ্ঠু প্রক্রিয়ায় হতে হবে।
ঐকমত্য কমিশনের বিষয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, ‘এতদিন এটা সালাহউদ্দিন কমিশন ছিল, এখন ঐকমত্য কমিশন মেরুদণ্ড ফিরে পেয়েছে।’ তার দাবি, ‘সালাহউদ্দিন কমিশন দেশকে ভিন্নখাতে নেয়ার চেষ্টা করা হয়েছিল, এনসিপি সঠিক পথে নিয়ে এসেছে।’
রাজনৈতিক তৎপরতার বিষয়ে এনসিপির এ নেতা দাবি করে বলেন, ‘বিএনপি গত ১৫ বছর আওয়ামী লীগের গদি দিনের বেলা নড়াত রাতে ঠিক করে দিত। আমরা আওয়ামী লীগের গদি দিনেও নাড়া দিয়েছি রাতেও নাড়া দিয়েছি।’
এনসিপিকে প্রতীক বরাদ্দের বিষয়ে নির্বাচন কমিশনের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে নাসীরুদ্দীন বলেন, ‘নির্বাচন কমিশনের যদি জোর থাকে তাহলে তারা আমাদের শাপলা ছাড়া প্রতীক দিক, দেখি তাদের কত জোর।’
ওআ/আপ্র/২৯/১০/২০২৫























