ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই: ডা. শফিকুর রহমান

  • আপডেট সময় : ০৪:৫৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য ২০২৬ সালে কোনো নির্বাচন নেই। জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই।

তিনি বলেন, এদেশের মুক্তিকামী মানুষের কথা একটাই—জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট হতে হবে।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর পল্টনে নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দাবিতে যুগপৎ আন্দোলনের শরিকদের এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির আরো বলেন, ‘গণভোটের ব্যাপারে সব দল একমত। তাহলে তারিখ নিয়ে গরিমসি কেন? একমত হয়ে যখন জুলাই সনদে স্বাক্ষর করেছি, তখন গণভোট আগে হওয়াই যুক্তিযুক্ত। এর মধ্য দিয়েই জুলাই সনদের আইনি ভিত্তির পাটাতন তৈরি হবে এবং তার ওপর ভিত্তি করেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।’

তিনি বলেন, ‘আমরা চাই আগামী ফেব্রুয়ারিতে রোজার আগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক। কেউ যেন এ বিষয়ে ধোঁয়াশা বা ধুম্রজাল সৃষ্টি করার চেষ্টা না করেন।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘লড়াই করে ফ্যাসিবাদ বিদায় করেছি, লড়াই করেই জনগণের দাবি আদায় করব। আমরা জনগণের মুক্তি আদায় করে ঘরে ফিরব। আমরা ভদ্র ভাষায় কথা বলছি, ভদ্র ভাষায়ই বলব। কিন্তু আমাদের দাবির ব্যাপারে আমরা হিমালয়ের মতো অটল থাকব। কারণ এই দাবি জনগণের দাবি; কোনো দলের নয়, এটি বিপ্লবের দাবি।’

তিনি আরো বলেন, ‘যতক্ষণ পর্যন্ত জনগণের দাবি আদায় না হবে, আমাদের আন্দোলন দুর্বার গতিতে চলতে থাকবে।’

নেতাকর্মীদের উদ্দেশে জামায়াত আমির বলেন, ‘আমাদের পরবর্তী কর্মসূচি শীঘ্রই ঘোষণা করা হবে, সেটি বাস্তবায়নে সবাইকে প্রস্তুত থাকতে হবে।’

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সরকারকে জনগণের ভাষা বুঝে অতি শীঘ্রই গণভোট আগে দেওয়ার সিদ্ধান্ত নিতে হবে।’

এসি/আপ্র/১১/১১/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

স্কুল ফাঁকি দিয়ে কক্সবাজারে ৩ স্কুলছাত্র, উদ্ধার করলো পুলিশ

জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই: ডা. শফিকুর রহমান

আপডেট সময় : ০৪:৫৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য ২০২৬ সালে কোনো নির্বাচন নেই। জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই।

তিনি বলেন, এদেশের মুক্তিকামী মানুষের কথা একটাই—জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট হতে হবে।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর পল্টনে নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দাবিতে যুগপৎ আন্দোলনের শরিকদের এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির আরো বলেন, ‘গণভোটের ব্যাপারে সব দল একমত। তাহলে তারিখ নিয়ে গরিমসি কেন? একমত হয়ে যখন জুলাই সনদে স্বাক্ষর করেছি, তখন গণভোট আগে হওয়াই যুক্তিযুক্ত। এর মধ্য দিয়েই জুলাই সনদের আইনি ভিত্তির পাটাতন তৈরি হবে এবং তার ওপর ভিত্তি করেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।’

তিনি বলেন, ‘আমরা চাই আগামী ফেব্রুয়ারিতে রোজার আগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক। কেউ যেন এ বিষয়ে ধোঁয়াশা বা ধুম্রজাল সৃষ্টি করার চেষ্টা না করেন।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘লড়াই করে ফ্যাসিবাদ বিদায় করেছি, লড়াই করেই জনগণের দাবি আদায় করব। আমরা জনগণের মুক্তি আদায় করে ঘরে ফিরব। আমরা ভদ্র ভাষায় কথা বলছি, ভদ্র ভাষায়ই বলব। কিন্তু আমাদের দাবির ব্যাপারে আমরা হিমালয়ের মতো অটল থাকব। কারণ এই দাবি জনগণের দাবি; কোনো দলের নয়, এটি বিপ্লবের দাবি।’

তিনি আরো বলেন, ‘যতক্ষণ পর্যন্ত জনগণের দাবি আদায় না হবে, আমাদের আন্দোলন দুর্বার গতিতে চলতে থাকবে।’

নেতাকর্মীদের উদ্দেশে জামায়াত আমির বলেন, ‘আমাদের পরবর্তী কর্মসূচি শীঘ্রই ঘোষণা করা হবে, সেটি বাস্তবায়নে সবাইকে প্রস্তুত থাকতে হবে।’

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সরকারকে জনগণের ভাষা বুঝে অতি শীঘ্রই গণভোট আগে দেওয়ার সিদ্ধান্ত নিতে হবে।’

এসি/আপ্র/১১/১১/২০২৫