ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন অনুদান ,শহীদ পরিবার ৫ লাখ, আহতদের পরিবার পাবে ১ লাখ টাকা

  • আপডেট সময় : ০২:৫৯:০৩ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের প্রত্যেক পরিবারকে প্রাথমিকভাবে ৫ লাখ টাকা এবং আহত প্রত্যেককে সর্বোচ্চ এক লাখ টাকা করে দেওয়া হবে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ও ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে এ সিদ্ধান্ত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। বৈঠকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ছাড়াও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, সদস্য ও অন্তর্র্বতী সরকারের উপদেষ্টা শারমিন মুরশিদ, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ কাজী ওয়াকার আহমদ। প্রেস উইং জানায়, একটি স্মারক অনুষ্ঠানের মাধ্যমে আহতদের জন্য যতো তাড়াতাড়ি সম্ভব ক্ষতিপূরণ দেওয়া হবে। শহীদদের পরিবারের জন্য চেক হস্তান্তর করা হবে। স্মৃতি ফাউন্ডেশনের আর্থিক ফান্ডে অনুদান দেওয়ার জন্য প্রধান উপদেষ্টার নেতৃত্বে গঠিত স্মৃতি ফাউন্ডেশনের কমিটির পক্ষ থেকে সমাজের সকল স্তরের মানুষ, বাংলাদেশি প্রবাসী, সংস্থা ও ব্যবসায়িক প্রতিষ্ঠানকে আহ্বান জানানো হয়েছে। সভায় কমিটি একটি অফিস স্পেস এবং এর কার্যক্রম পরিচালনার জন্য স্বেচ্ছাসেবক খুঁজে বের করার সিদ্ধান্ত নিয়েছে। এটি জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সমস্ত ভিডিও, ছবি, মৌখিক ইতিহাস এবং অন্যান্য নথি এবং স্মারক সংরক্ষণ করবে। বৈঠকে ফাউন্ডেশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটিকে সফল করতে আমাদের অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। সামান্য পরিমাণ অর্থের অনুদানের দলিল করতে হবে এবং দাতাদের তালিকাও সংরক্ষণ করতে হবে। সম্ভব হলে তাদের নাম ফাউন্ডেশনের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।’

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

স্বাস্থ্যখাতে গতি আনতে সাড়ে ৩ হাজার সিনিয়র স্টাফ নার্স নিয়োগে প্রজ্ঞাপন

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন অনুদান ,শহীদ পরিবার ৫ লাখ, আহতদের পরিবার পাবে ১ লাখ টাকা

আপডেট সময় : ০২:৫৯:০৩ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪

নিজস্ব প্রতিবেদক : জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের প্রত্যেক পরিবারকে প্রাথমিকভাবে ৫ লাখ টাকা এবং আহত প্রত্যেককে সর্বোচ্চ এক লাখ টাকা করে দেওয়া হবে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ও ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে এ সিদ্ধান্ত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। বৈঠকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ছাড়াও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, সদস্য ও অন্তর্র্বতী সরকারের উপদেষ্টা শারমিন মুরশিদ, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ কাজী ওয়াকার আহমদ। প্রেস উইং জানায়, একটি স্মারক অনুষ্ঠানের মাধ্যমে আহতদের জন্য যতো তাড়াতাড়ি সম্ভব ক্ষতিপূরণ দেওয়া হবে। শহীদদের পরিবারের জন্য চেক হস্তান্তর করা হবে। স্মৃতি ফাউন্ডেশনের আর্থিক ফান্ডে অনুদান দেওয়ার জন্য প্রধান উপদেষ্টার নেতৃত্বে গঠিত স্মৃতি ফাউন্ডেশনের কমিটির পক্ষ থেকে সমাজের সকল স্তরের মানুষ, বাংলাদেশি প্রবাসী, সংস্থা ও ব্যবসায়িক প্রতিষ্ঠানকে আহ্বান জানানো হয়েছে। সভায় কমিটি একটি অফিস স্পেস এবং এর কার্যক্রম পরিচালনার জন্য স্বেচ্ছাসেবক খুঁজে বের করার সিদ্ধান্ত নিয়েছে। এটি জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সমস্ত ভিডিও, ছবি, মৌখিক ইতিহাস এবং অন্যান্য নথি এবং স্মারক সংরক্ষণ করবে। বৈঠকে ফাউন্ডেশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটিকে সফল করতে আমাদের অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। সামান্য পরিমাণ অর্থের অনুদানের দলিল করতে হবে এবং দাতাদের তালিকাও সংরক্ষণ করতে হবে। সম্ভব হলে তাদের নাম ফাউন্ডেশনের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।’