নিজস্ব প্রতিবেদক: জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানের রাজধানীর আজিমপুর কবরস্থানে শহীদদের কবর জিয়ারত ও ফুলেল শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর দক্ষিণের নবগঠিত আহ্বায়ক কমিটি। রোববার (৪ জানুয়ারি) আজিমপুর কবরস্থানে জুলাই শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারতের মাধ্যমে কার্যক্রম শুরু করেন সংগঠনটির নেতারা।
কবর জিয়ারতের সময় উপস্থিত ছিলেন এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আলাউদ্দিন মোহাম্মদ, সদস্য সচিব ইঞ্জিনিয়ার এস এম শাহরিয়ার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হুমায়রা নুর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আসাদ বিন রনি প্রমুখ।
মোনাজাত অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা।
কবর জিয়ারত শেষে এনসিপি ঢাকা মহানগর দক্ষিণের নবগঠিত কমিটির নেতারা বলেন, জুলাই অভ্যুত্থানের শহীদ ও তারুণ্যের স্বপ্ন গণতান্ত্রিক ছাত্র সংসদের ভিত্তি। আমাদের শহীদি ভাই ও সহযোদ্ধারা কাঁধে কাঁধ মিলিয়ে হাসিনার পতন ঘটিয়েছে। একটি গণঅভ্যুত্থানের দুটি শর্ত থাকে বিদ্যমান ব্যবস্থা উপড়ে ফেলা এবং নতুন বন্দোবস্ত হাজির করা। আমরা প্রথম দায়িত্ব পালন করেছি। এখন আমাদের দায়িত্ব হলো নতুন বন্দোবস্ত হাজির করা। ক্যাম্পাসে লেজুড়বৃত্তি, দাসত্বের যে সংস্কৃতি ছিল, সে জিম্মি করে রাখার সংস্কৃতি উপড়ে নতুন ব্যবস্থা হাজির করতে চাই। ছাত্রদের ব্যবহার করে যেভাবে শিক্ষার্থীদের জিম্মি করে রাখা হয়, তা আমরা উপড়ে ফেলতে চাই।
আজকের প্রত্যাশা/কেএমএএ























