ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫

স্বৈরাচারের বিদায় হবে জানতাম, তবে সময়টা জানতাম না: তারেক রহমান

  • আপডেট সময় : ০৯:৩৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
  • ৩৪ বার পড়া হয়েছে

ঙ্গলবার ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ নিয়ে কুমিল্লায় বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি সংগৃহীত

কুমিল্লা প্রতিনিধি: জানতাম স্বৈরাচারের বিদায় হবে, কিন্তু সময়টা জানতাম না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, যখন অনেকে বিশ্বাস করত না স্বৈরাচারের বিদায় হবে, তখনই আমরা সংস্কারের কথা বলেছিলাম। বিএনপির মূল উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে দেশ ও দেশের মানুষের জন্য কিছু করা।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় কুমিল্লা নগরের একটি বিনোদন কেন্দ্রের অডিটোরিয়ামে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ নিয়ে বিএনপির কুমিল্লা বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগ দেশের মানুষের ভবিষ্যৎ ধ্বংস করতে চেয়েছিল মন্তব্য করে তারেক রহমান বলেন, বিএনপি নেতাকর্মীরা ১৫ বছর নির্যাতনের শিকার হয়েছে। গুম, খুন ও নির্যাতনের পরেও এখনও বিএনপি নেতাকর্মীর সংখ্যাই বেশি। বিএনপি নেতাকর্মীদের দিকেই তাকিয়ে আছে দেশের জনগণ। তাই প্রত্যেক নেতাকর্মীকে মানুষের প্রত্যাশা পূরণের জন্য কাজ করতে হবে। বিএনপির প্রণয়ন করা ৩১ দফার কথা উল্লেখ করে তিনি বলেন, ৩১ দফায় আমরা বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের জন্য কী করতে চাই তার বিস্তারিত বর্ণনা আছে। বিভিন্ন ব্যক্তি ও সংগঠন কয়েক মাস ধরে দেশ গঠনে বিভিন্ন সংস্কারের কথা বলেছেন। তবে বিএনপি আরও দুই বছর আগ থেকেই সংস্কারের কথা বলে আসছে।
বিএনপির শীর্ষ এই নেতা বলেন, অনেকেই বলে থাকেন লন্ডন, আমেরিকার মত যদি আমাদের দেশ হত। তবে জবাবদিহিতা তৈরি করলে আর লন্ডন আমেরিকার উদাহরণ দিতে হবে না। প্রতিটি ক্ষেত্রে জবাবদিহিতা থাকতে হবে। জনগণের কাছে জবাব দিতে হবে। আগামীতে জনগণের জন্য একটি জবাবদিহিতামূলক সরকার গঠন করা বিএনপির লক্ষ্য। যারা জনগণের কাছে জবাবদিহিতা করতে বাধ্য থাকবেন।
বিএনপির প্রতি দেশের অধিকাংশ মানুষের আস্থা ও বিশ্বাস রয়েছে, নেতাকর্মীদের এমন কথার পরিপ্রেক্ষিতে তারেক রহমান বলেন, আপনাদের কথা সঠিক। কিন্তু এ আস্থা ধরে রাখার দায়িত্ব আপনার, আমার, আমাদের। “এটি ধরে রাখতে হলে আমাদের কথাবার্তা আচার-আচরণে হতে হবে মানুষের আস্থা ও বিশ্বাস ধরে রাখার মত। যেন তা আরেকজনকে আকৃষ্ট করে।
নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দেশের জন্য কাজ করতে গিয়ে আমার বাবা ও ভাই শহীদ হয়েছেন। আর আমার মায়ের কারাগার ও নির্যাতনের শিকার হওয়ার কথা জানেন না, এদেশে এমন মানুষ নেই। এমন গল্প দেশের বহু বিএনপি পরিবারের।
অনেককে হাতকড়া পরা অবস্থায় স্বজনের জানাজায় যেতে হয়েছে। এরপরও নেতাকর্মীরা বিএনপিকে ছেড়ে যাননি। বিএনপির প্রতিটি নেতাকর্মীর লক্ষ্য ছিল মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। বিএনপির প্রতি এদেশের মানুষের প্রত্যাশা অনেক, তাই আপনাদেরকে দেশের জনগণের কথা ভাবতে হবে। এর আগে বেলা ১১টার দিকে কর্মশালায় বক্তব্য দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। বিএনপি কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে কর্মশালা পরিচালনা করেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন। এ সময় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আমিন উর রশিদ ইয়াছিন, শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আলমগীর পাভেল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদী আমিন এবং কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া উপস্থিত ছিলেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

মব বন্ধ না করলে ডেভিল হিসেবে ট্রিট করবো: উপদেষ্টা মাহফুজ

স্বৈরাচারের বিদায় হবে জানতাম, তবে সময়টা জানতাম না: তারেক রহমান

আপডেট সময় : ০৯:৩৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪

কুমিল্লা প্রতিনিধি: জানতাম স্বৈরাচারের বিদায় হবে, কিন্তু সময়টা জানতাম না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, যখন অনেকে বিশ্বাস করত না স্বৈরাচারের বিদায় হবে, তখনই আমরা সংস্কারের কথা বলেছিলাম। বিএনপির মূল উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে দেশ ও দেশের মানুষের জন্য কিছু করা।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় কুমিল্লা নগরের একটি বিনোদন কেন্দ্রের অডিটোরিয়ামে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ নিয়ে বিএনপির কুমিল্লা বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগ দেশের মানুষের ভবিষ্যৎ ধ্বংস করতে চেয়েছিল মন্তব্য করে তারেক রহমান বলেন, বিএনপি নেতাকর্মীরা ১৫ বছর নির্যাতনের শিকার হয়েছে। গুম, খুন ও নির্যাতনের পরেও এখনও বিএনপি নেতাকর্মীর সংখ্যাই বেশি। বিএনপি নেতাকর্মীদের দিকেই তাকিয়ে আছে দেশের জনগণ। তাই প্রত্যেক নেতাকর্মীকে মানুষের প্রত্যাশা পূরণের জন্য কাজ করতে হবে। বিএনপির প্রণয়ন করা ৩১ দফার কথা উল্লেখ করে তিনি বলেন, ৩১ দফায় আমরা বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের জন্য কী করতে চাই তার বিস্তারিত বর্ণনা আছে। বিভিন্ন ব্যক্তি ও সংগঠন কয়েক মাস ধরে দেশ গঠনে বিভিন্ন সংস্কারের কথা বলেছেন। তবে বিএনপি আরও দুই বছর আগ থেকেই সংস্কারের কথা বলে আসছে।
বিএনপির শীর্ষ এই নেতা বলেন, অনেকেই বলে থাকেন লন্ডন, আমেরিকার মত যদি আমাদের দেশ হত। তবে জবাবদিহিতা তৈরি করলে আর লন্ডন আমেরিকার উদাহরণ দিতে হবে না। প্রতিটি ক্ষেত্রে জবাবদিহিতা থাকতে হবে। জনগণের কাছে জবাব দিতে হবে। আগামীতে জনগণের জন্য একটি জবাবদিহিতামূলক সরকার গঠন করা বিএনপির লক্ষ্য। যারা জনগণের কাছে জবাবদিহিতা করতে বাধ্য থাকবেন।
বিএনপির প্রতি দেশের অধিকাংশ মানুষের আস্থা ও বিশ্বাস রয়েছে, নেতাকর্মীদের এমন কথার পরিপ্রেক্ষিতে তারেক রহমান বলেন, আপনাদের কথা সঠিক। কিন্তু এ আস্থা ধরে রাখার দায়িত্ব আপনার, আমার, আমাদের। “এটি ধরে রাখতে হলে আমাদের কথাবার্তা আচার-আচরণে হতে হবে মানুষের আস্থা ও বিশ্বাস ধরে রাখার মত। যেন তা আরেকজনকে আকৃষ্ট করে।
নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দেশের জন্য কাজ করতে গিয়ে আমার বাবা ও ভাই শহীদ হয়েছেন। আর আমার মায়ের কারাগার ও নির্যাতনের শিকার হওয়ার কথা জানেন না, এদেশে এমন মানুষ নেই। এমন গল্প দেশের বহু বিএনপি পরিবারের।
অনেককে হাতকড়া পরা অবস্থায় স্বজনের জানাজায় যেতে হয়েছে। এরপরও নেতাকর্মীরা বিএনপিকে ছেড়ে যাননি। বিএনপির প্রতিটি নেতাকর্মীর লক্ষ্য ছিল মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। বিএনপির প্রতি এদেশের মানুষের প্রত্যাশা অনেক, তাই আপনাদেরকে দেশের জনগণের কথা ভাবতে হবে। এর আগে বেলা ১১টার দিকে কর্মশালায় বক্তব্য দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। বিএনপি কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে কর্মশালা পরিচালনা করেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন। এ সময় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আমিন উর রশিদ ইয়াছিন, শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আলমগীর পাভেল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদী আমিন এবং কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া উপস্থিত ছিলেন।