ঢাকা ০৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫

জুলাইয়েও খুলছে না স্কুল-কলেজ

  • আপডেট সময় : ০১:৩৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১
  • ১৮০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : মহামারী নিয়ন্ত্রণে লকডাউন ঘোষণার পর স্কুল-কলেজের চলমান ছুটি ৩১ জুলাই পর্যন্ত বাড়িয়েছে সরকার। গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩১ জুলাই পর্যন্ত দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠন এবং এবতেদায়ি ও কওমি মাদ্রাসাসমুহের চলমান ছুটি বাড়ানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, “সারা দেশে করোনা পরিস্থিতির আরো অবনতি হওয়ায় এবং কঠোর লকডাউন কার্যকর থাকায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা ও সার্বিক নিরাপত্তার বিবেচনায় চলমান ছুটি জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।”
করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সরকার কয়েক দফা পরিকল্পনা করলেও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় দফায় দফায় ছুটি বাড়াতে হচ্ছে। সর্বশেষ জুনে স্কুল-কলেজে সরাসরি শিক্ষা কার্যক্রম চালুর যে পরিকল্পনা নিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়, পরিস্থিতির অবনতি হওয়ায় তাও ভেস্তে গেছে। এর মধ্যে সোমবার থেকে দেশে সীমিত পরিসরে লকডাউন চলছে। আগামী ১ জুলাই থেকে আরও এক সপ্তাহ কঠোর লকডাউনের ঘোষণা দিয়ে রেখেছে সরকার। মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোভিড ১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সাথে পরামর্শ করেই ছুটি ৩১ জুলাই পর্যন্ত বাড়ানোর এই সিদ্ধান্ত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রেও একই সিদ্ধান্ত থাকবে। কিন্তু বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হওয়ায় আমরা এ ব্যাপারে কিছু বলিনি। বিশ্ববিদ্যালয়গুলোই এ ব্যাপারে সিদ্ধান্ত জানিয়ে দেবে।”

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জুলাইয়েও খুলছে না স্কুল-কলেজ

আপডেট সময় : ০১:৩৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১

নিজস্ব প্রতিবেদক : মহামারী নিয়ন্ত্রণে লকডাউন ঘোষণার পর স্কুল-কলেজের চলমান ছুটি ৩১ জুলাই পর্যন্ত বাড়িয়েছে সরকার। গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩১ জুলাই পর্যন্ত দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠন এবং এবতেদায়ি ও কওমি মাদ্রাসাসমুহের চলমান ছুটি বাড়ানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, “সারা দেশে করোনা পরিস্থিতির আরো অবনতি হওয়ায় এবং কঠোর লকডাউন কার্যকর থাকায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা ও সার্বিক নিরাপত্তার বিবেচনায় চলমান ছুটি জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।”
করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সরকার কয়েক দফা পরিকল্পনা করলেও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় দফায় দফায় ছুটি বাড়াতে হচ্ছে। সর্বশেষ জুনে স্কুল-কলেজে সরাসরি শিক্ষা কার্যক্রম চালুর যে পরিকল্পনা নিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়, পরিস্থিতির অবনতি হওয়ায় তাও ভেস্তে গেছে। এর মধ্যে সোমবার থেকে দেশে সীমিত পরিসরে লকডাউন চলছে। আগামী ১ জুলাই থেকে আরও এক সপ্তাহ কঠোর লকডাউনের ঘোষণা দিয়ে রেখেছে সরকার। মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোভিড ১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সাথে পরামর্শ করেই ছুটি ৩১ জুলাই পর্যন্ত বাড়ানোর এই সিদ্ধান্ত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রেও একই সিদ্ধান্ত থাকবে। কিন্তু বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হওয়ায় আমরা এ ব্যাপারে কিছু বলিনি। বিশ্ববিদ্যালয়গুলোই এ ব্যাপারে সিদ্ধান্ত জানিয়ে দেবে।”