নিজস্ব প্রতিবেদক : গত জুন মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৭৩৭ জন। এর পরের মাস জুলাইতে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৭১ জন। এক মাসের ব্যবধানে দ্বিগুণেরও বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এছাড়া, জুনে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান একজন। কিন্তু জুলাই মাসে ডেঙ্গুতে মারা গেছেন নয় জন।
এদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। জানা যায়, আক্রান্তদের মধ্যে ৬৬ জন ঢাকার এবং ২১ জন ঢাকার বাইরে অবস্থান করছেন। আর এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১০ জন, যার মধ্যে ৯ জনই জুলাইয়ে মারা গেছেন। স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩৪৪ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে শুধু ঢাকায় ২৬৭ জন এবং ঢাকার বাইরে ৭৭ জন। এ বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২ হাজার ৭৪৭ জন রোগী হাসপাতালে ভর্তি হন। আর ছাড়া পান ২ হাজার ৩৯৩ জন।
জুলাইতে ডেঙ্গু আক্রান্ত বেড়ে দ্বিগুণ
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ