আন্তর্জতিক ডেস্ক : মঙ্গলে সফলভাবে অবতরণ করা রোভার জুরং এর পাঠানো প্রথম কয়েকটি ছবি প্রকাশ করেছে চীন। এর মধ্যে সামনের দিককার ক্যামেরাতে তোলা ছবিতে রোবটযানটি ল্যান্ডিং প্ল্যাটফর্মের ওপর বসে থাকা অবস্থায় তার সামনে থাকা মঙ্গলপৃষ্ঠের দৃশ্য দেখা গেছে বলে জানিয়েছে বিবিসি। পেছনের ক্যামেরায় ধরা পড়েছে জুরংয়ের সোলার প্যানেলগুলো।
লাল গ্রহটির উত্তর গোলার্ধের যে বিস্তৃত ভূখ-কে ইউটোপিয়া প্লানিশা নাম দেওয়া হয়েছে, বেইজিং সময় শনিবার ভোরে ছয় চাকার সৌরবিদ্যুতচালিত জুরং ওই এলাকায় অবতরণ করে। এর মধ্য দিয়ে চীন যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় দেশ হিসেবে মঙ্গলে সফলভাবে অনুসন্ধানকারী যান নামানোর কৃতিত্ব অর্জন করে।
মঙ্গলের হিসেবে অন্তত ৯০ দিন জুরং ইউটোপিয়া প্লানিশায় তার অভিযান চালাতে পারবে বলে আশা বিজ্ঞানীদের। মানুষবিহীন রোভারটির পাঠানো ছবিগুলো চীনের ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের (সিএনএসএ) ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তিয়ানওয়েন-১ অরবিটার থেকে রোভারের অ্যারোশেলের বেরিয়ে আসার মুহূর্ত ধারণ করে রাখা কয়েকটি ছোট ছোট ভিডিও-ও ওই ওয়েবসাইটে আছে।
মঙ্গলে পাঠানো চীনের এ রোভার লাল গ্রহটির মাটি, বায়ুম-ল ও আবহাওয়া খতিয়ে দেখবে। জুরংকে মঙ্গলের মাটিতে নিয়ে এসেছে চীনের অরবিটার তিয়ানওয়েন-১; এটি ফেব্রুয়ারিতে মঙ্গলে পৌঁছানো তিনটি অরবিটারের একটি। ওই মাসেই যুক্তরাষ্ট্রের রোভার পারসিভের্যান্স সফলভাবে মঙ্গলের জেজেরো খাদে নামে, এ জায়গাটি ইউটোপিয়া প্লানিশা থেকে দুই হাজার কিলোমিটারেরও বেশি দূরে।
কাছাকাছি সময়ে সংযুক্ত আরব আমিরতের পাঠানো হোপ অরবিটালও মঙ্গলের কক্ষপথে প্রবেশ করে। তবে এর নকশা মঙ্গলের পৃষ্ঠে অবতরণ করার মতো নয়। এটি উপর থেকে মঙ্গলকে প্রদক্ষিণ করে গ্রহটির আবহাওয়া ও বায়ুম-লের তথ্য সংগ্রহ করছে।
জুরংয়ের তোলা মঙ্গলের ছবি প্রকাশ করল চীন
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ