ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫

জুভেন্টসকে হারিয়ে গাম্পের ট্রফি জিতল বার্সা

  • আপডেট সময় : ১২:০৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১
  • ১১২ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : লিওনেল মেসির বিদায় নিশ্চিত হয়ে যাওয়ার পর প্রথম মাঠে নেমে কাঙ্ক্ষিত জয় পেয়েছে বার্সেলোনা। জুভেন্টসকে হারিয়ে জিতে নিয়েছে জুয়ান গাম্পের ট্রফি। কাম্প নউয়ে রোববার প্রাক-মৌসুম প্রস্তুতি পর্বের শেষ ম্যাচটি ৩-০ গোলে জিতেছে রোনান্ড কুমানের দল। মেমফিস ডিপাই দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন মার্টিন ব্রাথওয়েট। শেষ দিকে তৃতীয় গোলটি করেন রিকি পুস। ম্যাচ শুরু হতেই দলকে এগিয়ে নেন মেমফিস। ইউসুফ দেমিরের পাস পেয়ে ডি-বক্সের মধ্যে থেকে বাঁ পায়ের শটে গোলটি করেন ডাচ এই ফরোয়ার্ড। ৫৭তম মিনিটে মেমফিসের কর্নারে হেডে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাথওয়েট। আগের ম্যাচে রেড বুল সালসবুর্কের বিপক্ষে ২-১ ব্যবধানে হারের দিনে দলের একমাত্র গোলটিও করেছিলেন ডেনমার্কের এই ফরোয়ার্ড। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দারুণ শটে ব্যবধান আরও বাড়ান বদলি নামা রিকি পুস।
প্রথমার্ধে গোলের উদ্দেশে দুটি শট নেওয়া ক্রিস্তিয়ানো রোনালদোকে বিরতির পর আর মাঠে নামায়নি জুভেন্টাস। বল দখলে পিছিয়ে থাকা দলটি অনেক চেষ্টা করেও পারেনি খুব বেশি নিশ্চিত সুযোগ তৈরি করতে। প্রাক-মৌসুমে পাঁচ ম্যাচে এই নিয়ে চারটিতে জিতল বার্সেলোনা। একমাত্র হার ওই সালসবুর্কের বিপক্ষে। এবার পালা আসল লড়াইয়ের। আগামী ১৫ অগাস্ট রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগা অভিযান শুরু করবে গতবার তৃতীয় হওয়া বার্সেলোনা। ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক খেলোয়াড় ও সভাপতি জুয়ান গাম্পেরের নামানুসারে মৌসুমের শুরুতে এই ম্যাচের আয়োজন করে বার্সেলোনা; এবার এই ট্রফির ৫৬তম সংস্করণ হলো। প্রাক-মৌসুমে টানা দুই জয়ের পর হারল জুভেন্টাস। সেরি আয় মাঠে নামার আগে আগামী শনিবার শেষ প্রীতি ম্যাচে আতালান্তার মুখোমুখি হবে তুরিনের দলটি। এবারই প্রথম জুয়ান গাম্পের ট্রফির লড়াইয়ে মাঠে নেমেছিল বার্সেলোনা নারী দল। সেখানেও প্রতিপক্ষ জুভেন্টাস। তাদের নারী দলকে ৬-০ গোলে হারায় কাতালান ক্লাবটি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুভেন্টসকে হারিয়ে গাম্পের ট্রফি জিতল বার্সা

আপডেট সময় : ১২:০৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১

ক্রীড়া ডেস্ক : লিওনেল মেসির বিদায় নিশ্চিত হয়ে যাওয়ার পর প্রথম মাঠে নেমে কাঙ্ক্ষিত জয় পেয়েছে বার্সেলোনা। জুভেন্টসকে হারিয়ে জিতে নিয়েছে জুয়ান গাম্পের ট্রফি। কাম্প নউয়ে রোববার প্রাক-মৌসুম প্রস্তুতি পর্বের শেষ ম্যাচটি ৩-০ গোলে জিতেছে রোনান্ড কুমানের দল। মেমফিস ডিপাই দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন মার্টিন ব্রাথওয়েট। শেষ দিকে তৃতীয় গোলটি করেন রিকি পুস। ম্যাচ শুরু হতেই দলকে এগিয়ে নেন মেমফিস। ইউসুফ দেমিরের পাস পেয়ে ডি-বক্সের মধ্যে থেকে বাঁ পায়ের শটে গোলটি করেন ডাচ এই ফরোয়ার্ড। ৫৭তম মিনিটে মেমফিসের কর্নারে হেডে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাথওয়েট। আগের ম্যাচে রেড বুল সালসবুর্কের বিপক্ষে ২-১ ব্যবধানে হারের দিনে দলের একমাত্র গোলটিও করেছিলেন ডেনমার্কের এই ফরোয়ার্ড। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দারুণ শটে ব্যবধান আরও বাড়ান বদলি নামা রিকি পুস।
প্রথমার্ধে গোলের উদ্দেশে দুটি শট নেওয়া ক্রিস্তিয়ানো রোনালদোকে বিরতির পর আর মাঠে নামায়নি জুভেন্টাস। বল দখলে পিছিয়ে থাকা দলটি অনেক চেষ্টা করেও পারেনি খুব বেশি নিশ্চিত সুযোগ তৈরি করতে। প্রাক-মৌসুমে পাঁচ ম্যাচে এই নিয়ে চারটিতে জিতল বার্সেলোনা। একমাত্র হার ওই সালসবুর্কের বিপক্ষে। এবার পালা আসল লড়াইয়ের। আগামী ১৫ অগাস্ট রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগা অভিযান শুরু করবে গতবার তৃতীয় হওয়া বার্সেলোনা। ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক খেলোয়াড় ও সভাপতি জুয়ান গাম্পেরের নামানুসারে মৌসুমের শুরুতে এই ম্যাচের আয়োজন করে বার্সেলোনা; এবার এই ট্রফির ৫৬তম সংস্করণ হলো। প্রাক-মৌসুমে টানা দুই জয়ের পর হারল জুভেন্টাস। সেরি আয় মাঠে নামার আগে আগামী শনিবার শেষ প্রীতি ম্যাচে আতালান্তার মুখোমুখি হবে তুরিনের দলটি। এবারই প্রথম জুয়ান গাম্পের ট্রফির লড়াইয়ে মাঠে নেমেছিল বার্সেলোনা নারী দল। সেখানেও প্রতিপক্ষ জুভেন্টাস। তাদের নারী দলকে ৬-০ গোলে হারায় কাতালান ক্লাবটি।