ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ০৪ অক্টোবর ২০২৫

জুবিন গার্গের ব্যান্ডের গায়িকা অমৃতপ্রভা গ্রেফতার

  • আপডেট সময় : ০৬:২৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক: গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ড্রাইভিংয়ে নেমে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে জুবিন গার্গের। গায়কের মৃত্যুর পর অভিযোগ ওঠে তাঁকে হত্যা করা হয়েছে। আসামের যুবরাজারে রহস্যজনক মৃত্যুতে জড়িত থাকার অভিযোগ ওঠে তার ম্যানেজার, সংগীত দলের ড্রামার ও আয়োজকের বিরুদ্ধে। ইতোমধ্যে অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছে আসাম পুলিশ।

নতুন খবর, জুবিন গার্গের মৃত্যুর ঘটনা তদন্তে আসাম পুলিশ গায়কের ব্যান্ডের সদস্য অমৃতপ্রভাকেও গ্রেফতার করেছে। এই ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে ৪।

ভারতীয় সংবাদমাধ্যম প্রতিবেদন থেকে জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালের সময় গোস্বামী ও অমৃতপ্রভা দুইজনই জুবিনের সঙ্গে ইয়ট পার্টিতে উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতে গায়ক স্কুবা ডাইভিং করতে নামেন এবং পরে তাঁকে পানিতে ভাসমান অবস্থায় পাওয়া যায়।

ভারতের বিশেষ তদন্তকারী দলের সূত্র দেশটির গণমাধ্যমকে জানিয়েছে, ভিডিওতে গোস্বামীকে গার্গের খুব কাছে সাঁতার কাটতে দেখা গেছে। আর সেই দৃশ্য মোবাইল ফোনে ভিডিও করছিলেন অমৃতপ্রভা। গত ছয় দিনে ধরে তাদের দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

জুবিনের মৃত্যুতে আসাম পুলিশ ইতোমধ্যে শ্যামকানু মোহন্ত এবং ম্যানেজার সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে হত্যা মামলা রুজু করেছে। গত বুধবার দিল্লি থেকে তাদের গ্রেফতার করা হয়। পরদিন আসামীদের আদালতে তোলা হলে ১৪ দিনে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে গুয়াহাটি আদালাত।

ওআ/আপ্র/০৩/১০/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জুবিন গার্গের ব্যান্ডের গায়িকা অমৃতপ্রভা গ্রেফতার

আপডেট সময় : ০৬:২৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫

বিনোদন ডেস্ক: গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ড্রাইভিংয়ে নেমে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে জুবিন গার্গের। গায়কের মৃত্যুর পর অভিযোগ ওঠে তাঁকে হত্যা করা হয়েছে। আসামের যুবরাজারে রহস্যজনক মৃত্যুতে জড়িত থাকার অভিযোগ ওঠে তার ম্যানেজার, সংগীত দলের ড্রামার ও আয়োজকের বিরুদ্ধে। ইতোমধ্যে অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছে আসাম পুলিশ।

নতুন খবর, জুবিন গার্গের মৃত্যুর ঘটনা তদন্তে আসাম পুলিশ গায়কের ব্যান্ডের সদস্য অমৃতপ্রভাকেও গ্রেফতার করেছে। এই ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে ৪।

ভারতীয় সংবাদমাধ্যম প্রতিবেদন থেকে জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালের সময় গোস্বামী ও অমৃতপ্রভা দুইজনই জুবিনের সঙ্গে ইয়ট পার্টিতে উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতে গায়ক স্কুবা ডাইভিং করতে নামেন এবং পরে তাঁকে পানিতে ভাসমান অবস্থায় পাওয়া যায়।

ভারতের বিশেষ তদন্তকারী দলের সূত্র দেশটির গণমাধ্যমকে জানিয়েছে, ভিডিওতে গোস্বামীকে গার্গের খুব কাছে সাঁতার কাটতে দেখা গেছে। আর সেই দৃশ্য মোবাইল ফোনে ভিডিও করছিলেন অমৃতপ্রভা। গত ছয় দিনে ধরে তাদের দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

জুবিনের মৃত্যুতে আসাম পুলিশ ইতোমধ্যে শ্যামকানু মোহন্ত এবং ম্যানেজার সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে হত্যা মামলা রুজু করেছে। গত বুধবার দিল্লি থেকে তাদের গ্রেফতার করা হয়। পরদিন আসামীদের আদালতে তোলা হলে ১৪ দিনে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে গুয়াহাটি আদালাত।

ওআ/আপ্র/০৩/১০/২০২৫