ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

জুবিনের গার্গের মৃত্যু নিয়ে যা জানা গেল

  • আপডেট সময় : ০৪:৫৮:২৪ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক: ভারতের জনপ্রিয় গায়ক জুবিন গার্গের আকস্মিক মৃত্যুতে ভক্ত-অনুরাগীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সিঙ্গাপুরে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে স্কুবা ডাইভিং করার সময় শ্বাসকষ্টজনিত জটিলতায় তার মৃত্যু হয়।

২০ এবং ২১ সেপ্টেম্বর সিঙ্গাপুরে ‘নর্থইস্ট ফেস্টিভ্যাল’-এ তার গান গাওয়ার কথা ছিল। কিন্তু তার একদিন আগেই এই মর্মান্তিক ঘটনা ঘটলো। জুবিন গার্গকে স্কুবা ডাইভিংয়ের পর শ্বাসকষ্ট নিয়ে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে আইসিইউতে ভর্তি করানো হয়।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে।

অনেকে দাবি করছেন, ভিডিওতে দেখা ব্যক্তিটি জুবিন গার্গ। ভিডিওতে তাকে লাইফ জ্যাকেট পরে একটি নৌকা থেকে পানিতে ঝাঁপ দিতে দেখা যায়।

কিছুক্ষণ সাঁতার কাটার পর তিনি লাইফ জ্যাকেট খুলে আবার পানিতে ঝাঁপ দেন। যদিও এই ভিডিওটির সত্যতা এখনো নিশ্চিত করা যায়নি।

জুবিন গার্গের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি বলেন, ‘আসামের জন্য এটা এক অপূরণীয় ক্ষতি। জুবিন আমাদের কাছে কী ছিল, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তার রেখে যাওয়া শূন্যস্থান পূরণ করা অসম্ভব।”

গায়কের মরদেহ শনিবার গুয়াহাটির সারুসাজাই স্টেডিয়ামে রাখা হবে। সেখানে তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। এরপর রোববার তার শেষকৃত্য সম্পন্ন হবে।

এসি/আপ্র/২০/০৯/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জুবিনের গার্গের মৃত্যু নিয়ে যা জানা গেল

আপডেট সময় : ০৪:৫৮:২৪ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

বিনোদন ডেস্ক: ভারতের জনপ্রিয় গায়ক জুবিন গার্গের আকস্মিক মৃত্যুতে ভক্ত-অনুরাগীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সিঙ্গাপুরে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে স্কুবা ডাইভিং করার সময় শ্বাসকষ্টজনিত জটিলতায় তার মৃত্যু হয়।

২০ এবং ২১ সেপ্টেম্বর সিঙ্গাপুরে ‘নর্থইস্ট ফেস্টিভ্যাল’-এ তার গান গাওয়ার কথা ছিল। কিন্তু তার একদিন আগেই এই মর্মান্তিক ঘটনা ঘটলো। জুবিন গার্গকে স্কুবা ডাইভিংয়ের পর শ্বাসকষ্ট নিয়ে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে আইসিইউতে ভর্তি করানো হয়।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে।

অনেকে দাবি করছেন, ভিডিওতে দেখা ব্যক্তিটি জুবিন গার্গ। ভিডিওতে তাকে লাইফ জ্যাকেট পরে একটি নৌকা থেকে পানিতে ঝাঁপ দিতে দেখা যায়।

কিছুক্ষণ সাঁতার কাটার পর তিনি লাইফ জ্যাকেট খুলে আবার পানিতে ঝাঁপ দেন। যদিও এই ভিডিওটির সত্যতা এখনো নিশ্চিত করা যায়নি।

জুবিন গার্গের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি বলেন, ‘আসামের জন্য এটা এক অপূরণীয় ক্ষতি। জুবিন আমাদের কাছে কী ছিল, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তার রেখে যাওয়া শূন্যস্থান পূরণ করা অসম্ভব।”

গায়কের মরদেহ শনিবার গুয়াহাটির সারুসাজাই স্টেডিয়ামে রাখা হবে। সেখানে তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। এরপর রোববার তার শেষকৃত্য সম্পন্ন হবে।

এসি/আপ্র/২০/০৯/২০২৫