ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

জুনে মুক্তি পাবে ‘দেশান্তর’ সিনেমা

  • আপডেট সময় : ১০:০৩:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২
  • ৮৬ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক : সরকারি অনুদানের সিনেমা ‘দেশান্তর’। কবি নির্মলেন্দু গুণের একই নামের উপন্যাস থেকে নির্মিত হচ্ছে এই সিনেমাটি। এপ্রিলে এর মুক্তি দেওয়ার কথা ছিল। তবে গতকাল বুধবার (২৩ ফেব্রুয়ারি) পরিচালক আশুতোষ সুজন জানান সিনেমাটি জুনে মুক্তি দেয়া হবে।
তিনি আরও বলেন, ‘আমরা এপ্রিলে ‘দেশান্তর’ মুক্তি দিতে চেয়েছিলাম। তবে করোনার কারণে ডাবিং কাজ শেষ করতে পারিনি। এখন ডাবিং চলছে। আশা করছি এই মাসে শেষ হয়ে যাবে। পাশাপাশি সিনেমার মুক্তি দেওয়ার জন্য অন্যান্য কাজগুলোও গুছিয়ে আনছি। সবকিছু ঠিক থাকলে আসছে জুনে এটি সিনেমা হলে মুক্তি দেবো।’
আশুতোষ সুজন বলেন, ‘আগে যেভাবে কাজ করা যেতো এখন সেভাবে করা যায় না। করোনার কারণে অনেক কিছু বদলে গেছে। আগের থেকে সময় বেশি লাগছে সবকিছুতেই। তারপরও আশা করছি জুনে মুক্তি দিতে পারবো ‘দেশান্তর’।’
পাঠকপ্রিয় ‘দেশান্তর’ উপন্যাসটির প্রধান নারী চরিত্রের নাম অন্নপূর্ণা। এই চরিত্রে কাজ করছেন প্রিয়দর্শিনী মৌসুমী। মৌসুমীর বিপরীতে দেখা যাবে বরেণ্য অভিনেতা আহমেদ রুবেলকে। তাছাড়াও অভিনয় করেছেন ইয়াশ রোহান, রোদেলা, মামুনুর রশীদ, মোমেনা চৌধুরী, শুভাশীষ ভৌমিক প্রমুখ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইউনূস-রুবিও ফোনালাপ, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা বাড়াতে জোর

জুনে মুক্তি পাবে ‘দেশান্তর’ সিনেমা

আপডেট সময় : ১০:০৩:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২

বিনোদন প্রতিবেদক : সরকারি অনুদানের সিনেমা ‘দেশান্তর’। কবি নির্মলেন্দু গুণের একই নামের উপন্যাস থেকে নির্মিত হচ্ছে এই সিনেমাটি। এপ্রিলে এর মুক্তি দেওয়ার কথা ছিল। তবে গতকাল বুধবার (২৩ ফেব্রুয়ারি) পরিচালক আশুতোষ সুজন জানান সিনেমাটি জুনে মুক্তি দেয়া হবে।
তিনি আরও বলেন, ‘আমরা এপ্রিলে ‘দেশান্তর’ মুক্তি দিতে চেয়েছিলাম। তবে করোনার কারণে ডাবিং কাজ শেষ করতে পারিনি। এখন ডাবিং চলছে। আশা করছি এই মাসে শেষ হয়ে যাবে। পাশাপাশি সিনেমার মুক্তি দেওয়ার জন্য অন্যান্য কাজগুলোও গুছিয়ে আনছি। সবকিছু ঠিক থাকলে আসছে জুনে এটি সিনেমা হলে মুক্তি দেবো।’
আশুতোষ সুজন বলেন, ‘আগে যেভাবে কাজ করা যেতো এখন সেভাবে করা যায় না। করোনার কারণে অনেক কিছু বদলে গেছে। আগের থেকে সময় বেশি লাগছে সবকিছুতেই। তারপরও আশা করছি জুনে মুক্তি দিতে পারবো ‘দেশান্তর’।’
পাঠকপ্রিয় ‘দেশান্তর’ উপন্যাসটির প্রধান নারী চরিত্রের নাম অন্নপূর্ণা। এই চরিত্রে কাজ করছেন প্রিয়দর্শিনী মৌসুমী। মৌসুমীর বিপরীতে দেখা যাবে বরেণ্য অভিনেতা আহমেদ রুবেলকে। তাছাড়াও অভিনয় করেছেন ইয়াশ রোহান, রোদেলা, মামুনুর রশীদ, মোমেনা চৌধুরী, শুভাশীষ ভৌমিক প্রমুখ।