ঢাকা ১০:২০ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

জুনের ১১ দিনে ডেঙ্গু আক্রান্ত ১১৮৮, মৃত্যু ১১

  • আপডেট সময় : ০২:০৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩
  • ১৪১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আবারও বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তর তথ্য মতে শুধুমাত্র গত ১১ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১১৮৮ জন। আর এসময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে ১১ জন।
এদিকে শুধুমাত্র গত একদিনেই ডেঙ্গু আক্রন্ত হয়ে মারা গেছে ২ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১৮৯ জন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়ালো ৬০৩ জনে।
গতকাল রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরে সূত্রে জানা গেছে, চলতি মাসের প্রথম দিন ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১১২ জন। এর মধ্যে ৯৯ জনই ঢাকার। এর পরদিন ২ জুন সে সংখ্যা কমে হয় মাত্র চার জনে। সেদিন কোনো রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি। এরপর তখন আবারও বাড়ে আক্রান্তের সংখ্যা। ৩ জুন একদিনে আক্রান্ত হয় ১৪১ জন। এরপর থেকে বাড়তে থাকে রোগীর সংখ্যা।
২ জুন আক্রান্ত হয় ৯৭ জন। ৫ জুন সে সংখ্যা দাঁড়ায় ১০১ জনে। ৬ জুন ৯৬ জন, ৭ জুন সংখ্যা আরও বেড়ে আক্রান্ত হয় ১৪৭ জন, ৮ জুন ১৩৪, ৯ জুন সে সংখ্যা কমে আক্রান্ত হয় মাত্র ১১ জন। আর ১০ জুন আক্রান্ত হয় ১৫৬। তবে গত ২৪ ঘণ্টায় এ দশদিনের তুলনায় ১৮৯ জন রেকর্ড সংখ্যক ডেঙ্গু রোগী আক্রান্ত হয়। জানা গেছে, শনিবার (১০ জুন ) সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১৮৯ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ১৩৬ জন ও ঢাকার বাইরের ৫৩ জন। এ বছর ১ জানুয়ারি থেকে ১১ জুন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩ হাজার ২১০ জন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ৪১২ জন ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৭৯৮ জন।
অন্যদিকে ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ৫৮৩ জন। তাদের মধ্যে ঢাকায় ১ হাজার ৮৯৫ জন ও ঢাকার বাইরে ৬৮৮ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়। এ নিয়ে জানুয়ারির ১ তারিখ থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে ২৪ জন। বিদায়ী বছরে (২০২২ সালে) ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন। বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।
২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ এ সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

 

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

গণভোটে পিআর পদ্ধতির প্রস্তাব অন্তুর্ভুক্ত করার দাবি জামায়াতের

জুনের ১১ দিনে ডেঙ্গু আক্রান্ত ১১৮৮, মৃত্যু ১১

আপডেট সময় : ০২:০৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩

নিজস্ব প্রতিবেদক : দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আবারও বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তর তথ্য মতে শুধুমাত্র গত ১১ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১১৮৮ জন। আর এসময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে ১১ জন।
এদিকে শুধুমাত্র গত একদিনেই ডেঙ্গু আক্রন্ত হয়ে মারা গেছে ২ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১৮৯ জন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়ালো ৬০৩ জনে।
গতকাল রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরে সূত্রে জানা গেছে, চলতি মাসের প্রথম দিন ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১১২ জন। এর মধ্যে ৯৯ জনই ঢাকার। এর পরদিন ২ জুন সে সংখ্যা কমে হয় মাত্র চার জনে। সেদিন কোনো রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি। এরপর তখন আবারও বাড়ে আক্রান্তের সংখ্যা। ৩ জুন একদিনে আক্রান্ত হয় ১৪১ জন। এরপর থেকে বাড়তে থাকে রোগীর সংখ্যা।
২ জুন আক্রান্ত হয় ৯৭ জন। ৫ জুন সে সংখ্যা দাঁড়ায় ১০১ জনে। ৬ জুন ৯৬ জন, ৭ জুন সংখ্যা আরও বেড়ে আক্রান্ত হয় ১৪৭ জন, ৮ জুন ১৩৪, ৯ জুন সে সংখ্যা কমে আক্রান্ত হয় মাত্র ১১ জন। আর ১০ জুন আক্রান্ত হয় ১৫৬। তবে গত ২৪ ঘণ্টায় এ দশদিনের তুলনায় ১৮৯ জন রেকর্ড সংখ্যক ডেঙ্গু রোগী আক্রান্ত হয়। জানা গেছে, শনিবার (১০ জুন ) সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১৮৯ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ১৩৬ জন ও ঢাকার বাইরের ৫৩ জন। এ বছর ১ জানুয়ারি থেকে ১১ জুন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩ হাজার ২১০ জন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ৪১২ জন ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৭৯৮ জন।
অন্যদিকে ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ৫৮৩ জন। তাদের মধ্যে ঢাকায় ১ হাজার ৮৯৫ জন ও ঢাকার বাইরে ৬৮৮ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়। এ নিয়ে জানুয়ারির ১ তারিখ থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে ২৪ জন। বিদায়ী বছরে (২০২২ সালে) ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন। বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।
২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ এ সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।