ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫

জুনের মধ্যেই পদ্মা সেতুতে যান চলাচল: ওবায়দুল কাদের

  • আপডেট সময় : ০৯:০৭:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৭ মে ২০২২
  • ৬৫ বার পড়া হয়েছে

নোয়াখালী প্রতিনিধি : আগামী জুন মাসের মধ্যে যান চলাচলের জন্য পদ্মা সেতু খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
গতকাল বৃহস্পতিবার দুপুরে নোয়াখালীর বসুরহাট পৌরসভার নিজ বাড়িতে মধ্যাহ্নভোজের পর সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, গত ১৩ বছরের ২৬ ঈদের পর বিএনপি আন্দোলনে নামার ঘোষণা দিয়েও নামতে পারেনি। এখন এসব কথা শুনলে জনগণের হাসি পায়।
তিনি বলেন, অসুস্থতা ও করোনার কারণে ৩৩ মাস পর নিজ জন্মভূমিতে এসে জনগণের সঙ্গে দেখা করতে পেরে আমার খুব ভালো লাগছে।
পরে দুপুর আড়াইটায় বসুরহাট ডাকবাংলোয় কাদের মির্জাবিরোধী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ঈদ পুনর্মিলনীতে প্রধান অতিথির বক্তব্য দেন সেতুমন্ত্রী।
এসময় তিনি বলেন, গত দেড় বছরে স্থানীয় আওয়ামী লীগের হানাহানিতে দুটি প্রাণ ঝরেছে। আমি এসেছি, সমঝোতার উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করছি অচিরেই শান্তি ফিরে আসবে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুবুর রশিদ মঞ্জু, ইউপি চেয়ারম্যান সিরাজিস সালেহীন রিমন, ওবায়দুল কাদেরের ভাগনে ফখরুল ইসলাম রাহাতসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে দুপুর পৌনে ১২টায় নিজ বাড়িতে পৌঁছলে তাকে গার্ড অব অনার দেয় পুলিশ। এসময় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা মন্ত্রীকে ‘বীর মুক্তিযোদ্ধা’ স্বর্ণপদক ক্রেস্ট দেন।
বিকেলে ওবায়দুল কাদেরের কবিরহাট ও জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের কথা রয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জুনের মধ্যেই পদ্মা সেতুতে যান চলাচল: ওবায়দুল কাদের

আপডেট সময় : ০৯:০৭:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৭ মে ২০২২

নোয়াখালী প্রতিনিধি : আগামী জুন মাসের মধ্যে যান চলাচলের জন্য পদ্মা সেতু খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
গতকাল বৃহস্পতিবার দুপুরে নোয়াখালীর বসুরহাট পৌরসভার নিজ বাড়িতে মধ্যাহ্নভোজের পর সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, গত ১৩ বছরের ২৬ ঈদের পর বিএনপি আন্দোলনে নামার ঘোষণা দিয়েও নামতে পারেনি। এখন এসব কথা শুনলে জনগণের হাসি পায়।
তিনি বলেন, অসুস্থতা ও করোনার কারণে ৩৩ মাস পর নিজ জন্মভূমিতে এসে জনগণের সঙ্গে দেখা করতে পেরে আমার খুব ভালো লাগছে।
পরে দুপুর আড়াইটায় বসুরহাট ডাকবাংলোয় কাদের মির্জাবিরোধী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ঈদ পুনর্মিলনীতে প্রধান অতিথির বক্তব্য দেন সেতুমন্ত্রী।
এসময় তিনি বলেন, গত দেড় বছরে স্থানীয় আওয়ামী লীগের হানাহানিতে দুটি প্রাণ ঝরেছে। আমি এসেছি, সমঝোতার উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করছি অচিরেই শান্তি ফিরে আসবে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুবুর রশিদ মঞ্জু, ইউপি চেয়ারম্যান সিরাজিস সালেহীন রিমন, ওবায়দুল কাদেরের ভাগনে ফখরুল ইসলাম রাহাতসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে দুপুর পৌনে ১২টায় নিজ বাড়িতে পৌঁছলে তাকে গার্ড অব অনার দেয় পুলিশ। এসময় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা মন্ত্রীকে ‘বীর মুক্তিযোদ্ধা’ স্বর্ণপদক ক্রেস্ট দেন।
বিকেলে ওবায়দুল কাদেরের কবিরহাট ও জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের কথা রয়েছে।