বিনোদন ডেস্ক: সৌন্দর্য ও অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন তাসনিয়া ফারিণ। নাটক, ওটিটি মাধ্যমের পর চলচ্চিত্রেও অভিষেক হয়েছে তার। দুই বাংলার সিনেমায়-ই কাজ করেছেন। এবার পরিচালক সঞ্জয় সমদ্দারের নতুন একটি সিনেমায় নাম লিখিয়েছেন ফারিণ। তবে মুখে তালা দিয়ে আছেন অভিনেত্রী। ছবিটি প্রসঙ্গে জানতে চাইতেই সাফ বলে দিলেন, আমি এ ব্যাপারে কোনো কথা বলতে চাই না। ফারিণ মুখে তালা দিলেও সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছেন শরিফুল রাজ। ‘ইনসাফ’ নামের ছবিটিতে ফারিণের সঙ্গে জুটি বাঁধছেন তিনি। চিত্রনাট্য ভালো লেগেছে উল্লেখ করে রাজ বলেন, ‘দর্শকদের সামনে সব সময় নতুনভাবে আসতে চাই।
যে কারণে চিত্রনাট্যের ওপর বেশি গুরুত্ব দিই। এ কারণে অনেক সময় অনেকের সঙ্গে হয়তো সম্পর্কও খারাপ হয়। কিন্তু আমার থাকে ভালো চরিত্রের জন্য অপেক্ষা। শুটিংয়ে থাকলে আমার বেশ ভালো লাগে। বরং শুটিং না করলে কেমন জানি লাগে। স্বস্তি পাই না। তবে ভালো গল্প ও চিত্রনাট্যে না পেলে তো আর হবে না।’
তবে দীর্ঘদিন নতুন কোনো ছবিতে কাজ না করলেও নিজেকে তৈরি করেছেন রাজ, ‘নিয়মিত সিনেমা দেখি। বই পড়ি। ঘোরাঘুরি করি। নিয়মিত জিম করি। নিজেকে সময় দিই, নতুন ছবির জন্য নিজেকে তো গোছাতে হয়।’ ছবিতে মোশাররফ করিমও আছেন। তিনি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন বলে জানান নির্মাতা। সব ঠিক থাকলে ফেব্রুয়ারিতে অ্যাকশন থ্রিলার ধাঁচের ছবিটি শুটিং করতে চান পরিচালক।