ক্রীড়া ডেস্ক: জুটিতে রেকর্ড হয়েছে। বাংলাদেশের হয়ে ওপেনিংয়ে দ্বিতীয় সর্বোচ্চ জুটির রেকর্ড এখন সৌম্য সরকার আর সাইফ হাসানের। কিন্তু এমন এক রেকর্ডের দিনেও আক্ষেপ নিয়ে ফিরতে হয়েছে দুজনকেই। সেঞ্চুরি মিসের আক্ষেপ।
মিরপুরে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে সৌম্য-সাইফ ওপেনিংয়ে গড়েন ১৭৬ রানের জুটি। সর্বোচ্চ জুটির রেকর্ডটি তামিম ইকবাল আর লিটন দাসের। ২০২০ সালে সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে ওপেনিংয়ে এই জুটি গড়েছিলেন তারা।
সৌম্য-সাইফ পেছনে ফেলেছেন শাহরিয়ার হোসেন আর মেহরাব হোসেনের ১৯৯৯ সালে ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে গড়া ১৭০ রানের জুটির রেকর্ড।
তবে দুজনই ফিরেছেন আক্ষেপ নিয়ে। সাইফ আউট হয়েছেন ৭২ বলে ৮০ করে। মারকুটে ইনিংসে ৬টি করে চার-ছক্কা হাঁকান সাইফ। রস্টন চেজের বলে হাঁকাতে গিয়ে বল আকাশে তুলে দিয়ে নিজের দোষেই ফেরেন এই ডানহাতি ব্যাটার।
সৌম্য গিয়েছিলেন আরও কাছে। ব্যক্তিগত ৯১ রানে আকিল হোসেনকে বড় শট খেলতে দিয়ে ক্যাচ দিয়েছেন তিনি। মাত্র ৯ রানের জন্য সেঞ্চুরি মিস করেন সৌম্য।
ওআ/আপ্র/২৩/১০/২০২৫




















