ঝিনাইদহ প্রতিনিধি : আদিকাল থেকেই প্রচলিত আছে কুকুর প্রভুভক্ত প্রাণি। আবারও সেই কথার প্রমাণই দিলো ঝিনাইদহের টেডি নামে একটি কুকুর। জার্মান শেফার্ড জাতের একটি কুকুর বিষাক্ত সাপের মুখে নিজের জীবন দিয়ে মনিবের জীবন রক্ষা করল।
গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় মনিবকে বাঁচাতে সাপ ও কুকুরের মধ্যে পাল্টাপাল্টি আক্রমণের ঘটনা ঘটে। শেষ পর্যন্ত সাপ ও কুকুর উভয়ই মারা যায়। তবে রক্ষা পায় মনিব সেলিম রেজার জীবন। সেলিম রেজা উপজেলা বলরামনগর গ্রামের আবদুর রহমানের ছেলে। তিনি পেশায় একজন কৃষক।
জানা যায়, বৃহস্পতিবার রাতে টেডি নামে ওই কুকুরের মনিব সেলিম রেজা ও তার ভাই আলিম রেজা মাঠে আলুর জমি পাহারা দিচ্ছিলেন। পাশে ছিল বিশ্রামের জন্য একটি চৌকি। এর ওপর দুই ভাই শুয়ে ছিলেন। টেডি ছিল ওই চৌকির নিচে। রাত ৯টার দিকে ওই খাটের কাছে একটি সাপ ছুটে আসে। এটা দেখে টেডি সাপটিকে ধাওয়া দেয়। কিছু দূরে উভয়ের মধ্যে লড়াই হয়। একপর্যায়ে টেডি সাপটিকে মারতে সক্ষম হয়। কিন্তু এর মধ্যে সাপটির কামড়ে আক্রান্ত হয় সে নিজেও। সাপের কামড়ে মারা যায় টেডি।
সেলিম রেজা বলেন, ‘টেডিকে এক লাখ টাকা দিয়ে কিনেছিলাম। প্রথমে তাকে ২০১৯ সালে বাংলাদেশে আনা হয়। টেডির কারণে ক্ষেত পাহারা দিতে কোনো শ্রমিকের দরকার হতো না। এর আগেও জীবনের ঝুঁকি নিয়ে তার পরিবারের সদস্যদের নিরাপদে রেখেছিল টেডি। একদিন তার ছেলেকে মোটরসাইকেলে চাঁপা পড়া থেকে রক্ষা করেছিল টেডি।’
জীবন দিয়ে মনিবকে রক্ষা করল কুকুর
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ