ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ০৪ অগাস্ট ২০২৫

জীবন উৎসর্গকারী ১৫ সেনার পরিবারের কাছে ফ্ল্যাট হস্তান্তর

  • আপডেট সময় : ০১:৩৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩
  • ৮৪ বার পড়া হয়েছে

সাভার (ঢাকা) সংবাদদাতা : যে বীররা আমাদের জন্য জীবন উৎসর্গ করে গেছেন তাদের মনে রাখতে হবে বলে উল্লেখ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ।
গতকাল বৃহস্পতিবার (০২ মার্চ) দুপুরে সাভারের আশুলিয়ার খেজুরটেক এলাকায় সেনাপল্লীতে সেনাবাহিনীতে চাকরিরত অবস্থায় দেশে ও জাতিসংঘ মিশনে সক্রিয় দায়িত্ব পালনকালে জীবন উৎসর্গকারী সেনাদের পরিবারের মাঝে ফ্ল্যাট হস্তান্তর করার পর তিনি এ কথা বলেন।

সেনা প্রধান বলেন, সেনাবাহিনীর এমন একটি চাকরি যাকে আমরা চাকরি বলি না। এটাকে আমরা বলি জীবনযাত্রা। জীবন উৎসর্গ করার ব্রত নিয়েই আমরা সেনাবাহিনীতে যোগদান করি। তিনি বলেন, দেশের জন্য, যারা আমাদের অর্গানাইজেশনের জন্য প্রাণ উৎসর্গ করবেন তাদের জন্য অবশ্যই আমাদের কিছু করতে হবে। আমরা সব সময় চেষ্টা করি যেভাবে পারি সীমাবদ্ধতার ভেতর থেকেও কর্তব্যরত অবস্থায় যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে সর্বাত্মক সহযোগিতা করার। সেখানে আজ একটা নতুন মাত্রা যোগ হয়েছে। আজ এমন ১৫ পরিবারকে সারাজীবনের জন্য একটি করে ফ্ল্যাট হস্তান্তর করতে পারলাম। তিনি আরও বলেন, যিনি শহীদ হয়েছেন তিনি আর ফিরে আসবেন না। আমরা চাই তার পরিবার যেন সুন্দর জীবনযাপন করতে পারে, তার সন্তানরা যেন পড়ালেখা করে মানুষ হতে পারে। একইসঙ্গে তাদের সন্তানরা যেন ভবিষ্যতে তার পিতার অর্জনকেও ছাড়িয়ে যেতে পারে। এমন একটা কাজ করতে পেরে আমরা সত্যিই আনন্দিত। আশা করছি ভবিষ্যতে আরও ভালো ভালো কাজ করতে পারবো। এর আগে সাভারের বিএনসিসি অ্যাকাডেমিতে অনুষ্ঠিত বিএনসিসির সেন্ট্রাল ক্যাম্পিং ২০২২-২৩-এর সমপানী অনিষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন সেনা প্রধান। পরে শ্রেষ্ঠ ক্যাডেট ও রেজিমেন্টের হাতে পুরস্কার তুলে দেন তিনি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে কোনোদিনই বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দেবো না: মির্জা ফখরুল

জীবন উৎসর্গকারী ১৫ সেনার পরিবারের কাছে ফ্ল্যাট হস্তান্তর

আপডেট সময় : ০১:৩৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩

সাভার (ঢাকা) সংবাদদাতা : যে বীররা আমাদের জন্য জীবন উৎসর্গ করে গেছেন তাদের মনে রাখতে হবে বলে উল্লেখ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ।
গতকাল বৃহস্পতিবার (০২ মার্চ) দুপুরে সাভারের আশুলিয়ার খেজুরটেক এলাকায় সেনাপল্লীতে সেনাবাহিনীতে চাকরিরত অবস্থায় দেশে ও জাতিসংঘ মিশনে সক্রিয় দায়িত্ব পালনকালে জীবন উৎসর্গকারী সেনাদের পরিবারের মাঝে ফ্ল্যাট হস্তান্তর করার পর তিনি এ কথা বলেন।

সেনা প্রধান বলেন, সেনাবাহিনীর এমন একটি চাকরি যাকে আমরা চাকরি বলি না। এটাকে আমরা বলি জীবনযাত্রা। জীবন উৎসর্গ করার ব্রত নিয়েই আমরা সেনাবাহিনীতে যোগদান করি। তিনি বলেন, দেশের জন্য, যারা আমাদের অর্গানাইজেশনের জন্য প্রাণ উৎসর্গ করবেন তাদের জন্য অবশ্যই আমাদের কিছু করতে হবে। আমরা সব সময় চেষ্টা করি যেভাবে পারি সীমাবদ্ধতার ভেতর থেকেও কর্তব্যরত অবস্থায় যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে সর্বাত্মক সহযোগিতা করার। সেখানে আজ একটা নতুন মাত্রা যোগ হয়েছে। আজ এমন ১৫ পরিবারকে সারাজীবনের জন্য একটি করে ফ্ল্যাট হস্তান্তর করতে পারলাম। তিনি আরও বলেন, যিনি শহীদ হয়েছেন তিনি আর ফিরে আসবেন না। আমরা চাই তার পরিবার যেন সুন্দর জীবনযাপন করতে পারে, তার সন্তানরা যেন পড়ালেখা করে মানুষ হতে পারে। একইসঙ্গে তাদের সন্তানরা যেন ভবিষ্যতে তার পিতার অর্জনকেও ছাড়িয়ে যেতে পারে। এমন একটা কাজ করতে পেরে আমরা সত্যিই আনন্দিত। আশা করছি ভবিষ্যতে আরও ভালো ভালো কাজ করতে পারবো। এর আগে সাভারের বিএনসিসি অ্যাকাডেমিতে অনুষ্ঠিত বিএনসিসির সেন্ট্রাল ক্যাম্পিং ২০২২-২৩-এর সমপানী অনিষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন সেনা প্রধান। পরে শ্রেষ্ঠ ক্যাডেট ও রেজিমেন্টের হাতে পুরস্কার তুলে দেন তিনি।